পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীরামকৃষ্ণ সৰ্ব্বধৰ্ম্ম সমন্বয়ে— বলরামের পিতার সঙ্গে কথা సి రిపా ঐরামকৃষ্ণ কি বলিতেছেন যে ঈশ্বর সগুণ, নানারূপ ধরেন ? আবার নিগুৰ্ণ কোন রং নাই, বাক্য মনের অতীত ? আর তিনি ভক্তিযোগ জ্ঞানযোগ সব পথ দিয়াই ঈশ্বরের মাধুৰ্য্য রস পান করেন ? শ্রীরামকৃষ্ণ (বলরামের পিতার প্রতি )—বই আর পোড়ে না; তবে ভক্তিশাস্ত্র পোড়ে, শ্রীচৈতন্ত-চরিতামৃত । y I of figs-àotta of of 3 of so—The one thing needful. J “কথাটা এই, তাকে ভালবাসা, তার মাধুৰ্য্য আস্বাদন করা। তিনি রস, ভক্ত রসিক, সেই রস পান করে। তিনি পদ্ম, ভক্ত অলি। ভক্ত পদ্মের মধু পান করে।” * “ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না, ভগবানও ভক্ত না হলে থাকতে পারেন না। তখন ভক্ত হন রস, ভগবান হন রসিক ; ভক্ত হন পদ্ম, ভগবান হন অলি। তিনি নিজের মাধুৰ্য্য আস্বাদন করবার জন্ত দুটি হয়েছেন, তাই রাধাকৃষ্ণ লীলা । বলরামের পিতাকে শিক্ষ—তীর্থাদি কৰ্ম্ম, গলায় মালা, ভেক আচার কতদিন ? ] “তীর্থ, গলায় মালা, আচার এ সব প্রথম প্রথম করতে হয়। বস্তু লাভ হলে, ভগবান দর্শন হলে, বাহিরের আড়ম্বর ক্রমে কমে যায়। তখন তাঁর মামটি নিয়ে থাকা অার স্মরণ মনন।”* -g “ষোল টাকার পয়সা এক কঁাড়ি, কিন্তু ষোলটি টাকা যখন একত্র করলে তখন আর অত কঁাড়ি দেখায় না। তাদের বদলে যখন একটী মোহর করলে

  • বস্তু আত্মরতিরেব স্থাৎ, তস্ত কাৰ্য্যং ন বিদ্যতে। গীতা—৩, ১৭

পরে ব্রহ্মণি ৰিজ্ঞাতে সমস্তৈর্নিয়মৈরলন। তালবৃন্তেন কিং প্রয়োজনং প্রাপ্তে মলয়মারতে ।