পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:^\bby শ্ৰীশ্ৰীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ পরিশিষ্ট পঞ্চবটমূলে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বঙ্কিম প্রণীত দেবী চৌধুরাণীর কতক অংশ পাঠ শুনিয়াছিলেন ও গীতোক্ত নিষ্কাম ধৰ্ম্মের বিষয় অনেক বলিয়াছিলেন। স্ত্রীরামকৃষ্ণ পঞ্চবটমূলে চাতালের উপর অনেক ভক্তসঙ্গে বসিয়া ছিলেন। মাষ্টারকে পাঠ করিয়া শুনাইতে বলিলেন। কেদার, রাম, নিত্যগোপাল, তারক (শিবানন্দ ), প্রসন্ন (ত্রিগুণাতীত ), সুরেন্দ্র প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন । [ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত দ্বিতীয় ভাগ, দ্বাবিংশ খণ্ড । () কেশবের সহিত দক্ষিণেশ্বর মন্দিরে গ্ৰথম পরিচ্ছেদ [ ১লা জাটুয়ারী ১৮৮১, শনিবার ১৮ই পৌষ ১২৮৭ | ব্রাহ্মসমাজের মাঘোৎসব সম্মুখে। প্রতাপ, ত্রৈলক্য, জয়গোপাল সেন প্রভৃতি অনেক ব্রাহ্মভক্ত লইয়া ৬কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর মন্দিরে আসিয়াছেন। রাম, মনমোছন প্রভৃতি অনেকে উপস্থিত। ব্রাহ্মভক্তেরা অনেকেই কেশবের আসিবার আগে কালীবাড়ীতে আসিয়াছেন ও ঠাকুরের কাছে বসিয়া আছেন। সকলেই ব্যস্ত, কেবল দক্ষিণদিকে তাকাইতেছেন, কখন কেশব আসিবেন, কখন কেশব জাহাজে করিয়া আসিয়া অবতরণ করিবেন। তাহার আসা পর্য্যস্ত ঘরে গোলমাল হইতে লাগিল । এইবার কেশব আসিয়াছেন। হাতে দুইটি বেল ও ফুলের একটী তোড়া । কেশব শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ঐগুলি কাছে রাখিয়া দিলেন এবং ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর ভূমিষ্ঠ হইয় প্রতি নমস্কার করিলেন। শ্রীরামকৃষ্ণ আনন্দে হাসিতেছেন। আর কেশবের সহিত কথা কহিতেছেন। ঐরামকৃষ্ণ ( কেশবের প্রতি সহাস্তে )—কেশব তুমি আমায় চাও কিন্তু তোমার চেলারা আমায় চায় না। তোমার চেলাদের বলছিলুম, এখন আমরা খচমচ করি, তারপর গোবিনা আসবেন।