পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ; br শ্ৰীশ্ৰীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [পরিশিষ্ট উপস্থিত—অধর, মাষ্টার, রাখালের বাপ, রাখালের বাপের শ্বশুর, ভূতি । ২য় ভাগ—৮ম খণ্ড ১৭-৬-৮৩–জ্যৈষ্ঠ-শুক্লা-দ্বাদশী । মধ্যাকু । বিষয়—পরমহংস ত্রিগুণাতীত ! তান্ত্রিক ভক্ত বসাখ’ । গুরুবাক্যে বিশ্বাস । উপস্থিত—অধর মাষ্টার প্রভৃতি। ৫ম ভাগ—৭ম খণ্ড ১৮-৬-৮৩–জ্যৈষ্ঠ শুক্ল-ত্রয়োদশী । পেনেটীর মহোৎসবক্ষেত্রে । বিষয়—রাধব মন্দিরে ও শ্ৰী শ্রীরাধাকৃষ্ণের আঙ্গিনায় নৃত্য । নবদ্বীপ গোস্বামীর প্রতি উপদেশ । মতিশীলের ঠাকুরবাটী দর্শন ও নিরাকার ধ্যান সম্বন্ধে উপদেশ । বেলা ১টা, অপরাহ্ল । উপস্থিত—রাখাল, রাম, মাষ্টার, ভবনাথ, নবদ্বীপ, মণি সেন । 8ર્શ છ15–છે શોજી ২৫-৬-৮৩–জ্যৈষ্ঠ-কৃষ্ণা-পঞ্চমী । বলরামের বাড়ী। বেল ৫টা । বিষয়—স্বস্বরূপ দর্শনের উপায়। নিত্য লীলাযোগ । উপস্থিভ—রাখাল, মাষ্টার প্রভৃতি । [ ৫ম ভাগ—৭ম খণ্ড, ২য় পরিচ্ছেদ ৭-৬-৮৩–জ্যৈষ্ঠ—দক্ষিণেশ্বর শিবমন্দিরের সিড়ি । অপরাত্ন । বিষয়—J. S. Mill এবং ঠাকুর । মাচুষের সীমা । উপস্থিত—মাষ্টার, রাখাল, লাটু, কিশোরী প্রভৃতি । [ ৫ম ভাগ—৭ম খণ্ড, ৩য় পরিচ্ছেদ ১৪-৭-৮৩–আষাঢ়-শুক্লা-দশমী । অধরের বাড়ী। সন্ধ্যা । বিষয়—রাজনারায়ণের চণ্ডীর গান শ্রবণ ও ঠাকুরের সমাধি । উপস্থিত—রাখাল, অধর, মাষ্টার প্রভৃতি । [ ৫ম ভাগ—৭ম খণ্ড, ৩য় পরিচ্ছেদ ২১-৭-৮৩–আষাঢ় শুক্লা-প্রতিপদ । কলিকাতা । অধর, যদুমল্লিক ও খেলাত ঘোষের বাটীতে শুভাগমন । বেলা ৪টা হইতে রাত্রি । বিষয়—অধরের বাটতে গাড়ী করিয়া যাইবার সময় মণির সহিত কথা ।