পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sb-b-8 ২-১-৮৪—পৌষ-শুক্লা-চতুর্থী। দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের ঘর ; বেলা ৩ট। বিষয়—ষট চক্র । ঈশ্বরের কৃপা । যোগের উপায় ও যোগের ফল। উপস্থিত—তান্ত্রিক সাধক, জয়গোপাল সেন, রাখাল, মণি প্রভৃতি। [ ৫ম ভাগ—১৩শ খণ্ড—২য় পরিচ্ছেদ ৩-১-৮৪—পোষ শুক্লা-পঞ্চমী । দক্ষিণেশ্বর। রত্রি ৮টা । বিষয়—বিচার তার কোরো না’। ‘মা বিচার-বুদ্ধিতে বজ্রাঘাত দাও।” উপস্থিত—রাখাল, মণি ৷ [ ৪র্থ ভাগ—৯ম খণ্ড ৪-১-৮৪–পৌষ শুক্লাষষ্ঠী। দক্ষিণেশ্বর । পঞ্চবটী ও শ্রীরামকৃষ্ণের ঘর। ( বেলা ৪টা ও সন্ধ্যার পর ) । বিষয়—ঈশ্বরলাভের উপায়। বিচার ও বিশ্বাস। হিন্দুধৰ্ম্ম সনাতন ধৰ্ম্ম। ব্রাহ্মসমাজ ও চিদাকাশ । উপস্থিত্ত—রাখাল, মণি, হরিপদ প্রভৃতি। [ ৫ম ভাগ—১৩ থও—৩য় পরিচ্ছেদ ৬-১-৮৪—পৌষ শুক্লা-সপ্তমী অষ্টমী। দক্ষিণেশ্বর। বেলা ১টা। বিষয়—ঠাকুরের বেলতলায় ধ্যান ও দর্শনের কথা। চৈতন্য দেবের দানের কথা—প্রেমধন দান। সন্ধ্যার পর ঠাকুরের সমাধি । জগন্মাতার কাছে ভক্তদের জন্ত ক্রনন ও ভক্তদের আশীৰ্ব্বাদ । উপস্থিত—রাখাল, মণি, রামলাল, বাবুরাম। [ ৪র্থ ভাগ—৯ম খণ্ড ২-২-৮৪–মাঘ শুক্লাষষ্ঠী। দক্ষিণেশ্বর মন্দির। বেলা অপরাহ্ন ৩টা হইতে রাত্রি ৯টা—১০টা পৰ্য্যস্ত। বিষয়—ঠাকুরের হাতে আঘাত ও বালকের অবস্থায় রাখাল, মহিমাচরণ প্রভৃতির সহিত কথা। শিবপুর ভক্ত ও মধু ডাক্তারের সহিত কথা। সন্ধ্যার পর অধর, মহিমাচরণ প্রভূতির সহিত কথা। সন্ন্যাসীর কঠিন নিয়ম। মহিমাচরণের শাস্ত্র পাঠ ও ঠাকুরের ভাবসমাধি। নাহং, তুমিই চিানন।’