পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণের দৈনিক চরিত্র—১৮৮৪ \రిe S ২০-৬৮৪–জ্যৈষ্ঠ-কৃষ্ণ-দ্বাদশী । দক্ষিণেশ্বর সন্ধ্যার পর। বিষয়—মাষ্টার প্রভৃতির প্রতি উপদেশ । বাবুরাম, নিরঞ্জন, নরেন্দ্র প্রভৃতির কথা ‘কালী ব্ৰহ্ম’ ৷ ব্ৰহ্মজ্ঞান ও দয়া । উপস্থিত –মুরেন্দ্র, ভবনাথ, রাখাল, লাটু, মাষ্টার, অধর প্রভৃতি । [ ৪র্থ ভাগ—১৪শ খণ্ড ২৫-৬-৪৮–আষাঢ়-শুক্লা-দ্বিতীয়া । ৬/রথযাত্র। কলিকাতায় পণ্ডিতদর্শন । পণ্ডিত শশধর । ( বেল ৪টা ) । বিষয়—ঠনঠনে ভূধরের বাড়ীতে পণ্ডিত শশধরের প্রতি উপদেশ । কলিতে ভক্তিযোগ । কৰ্ম্মযোগ বা জ্ঞানযোগ নহে । নরেন্দ্রের সহিত কথা । উপস্থিত—নরেন্দ্র, শশধর পণ্ডিত, মাষ্টার, হাজরা, রাখাল, চাটুয্যেদের বাড়ীর গৃহস্বামী ও র্তাহার আত্মীয়গণ । [ ১ম ভাগ – ১১শ থও ৩০-৬-৮৪–আষাঢ়-শুক্লা-সপ্তমী। দক্ষিণেশ্বর। বিষয়—ঠাকুরের ভাবাবস্থা ও গান । পণ্ডিত শশধরের সহিত নানা কথা । বেদান্ত । ‘ঋষির ভয়তরাসে '। কলিতে নারদীয় ভক্তি। সৰ্ব্বধৰ্ম্ম-সমন্বয় । উপস্থিত—পণ্ডিত শশধর, সুরেন্দ্র, বাবুরাম, মাষ্টার, হরিশ, লাটু, হাজরা, মণিমল্লিক, ভূধর চাটুয্যে ও তাহার জ্যৈষ্ঠ সহোদর প্রভৃতি। [ ৩য় ভাগ—৯ম থও ৩-৭-৮৪–আষাঢ়-শুরা-দশমী । পুনর্যাত্র বলরাম মন্দিরে । বিষয়—বলরামের পিতা প্রভৃতি ভক্তদের সহিত কথা । শ্ৰীমুখকথিত চরিত্রামুত । হৃদুর ছেলে, ঠাকুরের ভ্রাতুষ্পপুত্র শিবরাম, গৌরী, নারায়ণ শাস্ত্রী, মাইকেল মধুসুদন সম্বন্ধে কথা। মনোমোহন, শশধর প্রভৃতির সহিত কথা । ঠাকুরের রথের সম্মুখে ভক্তসঙ্গে নৃত্য ও সংকীৰ্ত্তন। (মধ্যাহ্নের পূর্বে ) । উপস্থিত—রাম, মাষ্টার, বলরাম, মনোমোহন, কয়েকটা ছোকরা ভক্ত, বলরামের পিতা, বিশ্বম্ভরের বালিকা কন্ত ও তাহার সমবয়স্ক দুই একটি ছেলে মেয়ে, পণ্ডিত শশধর ও র্তাহার দুই একটি বন্ধু, প্রতাপ ডাক্তার, রামদয়াল, প্রভৃতি। [ ৪র্থ ভাগ—১৫শ খণ্ড ৩-৮-৮৪–শ্রাবণ-শুক্লী-দ্বাদশী । দক্ষিণেশ্বর । ( বেলা ২টা )।