পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীরামকৃষ্ণের দৈনিক চরিত্র—১৮৮৫ \לסa( উপস্থিত–মাষ্টার, মহেন্দ্র, মুখুয্যে, হরিবাবু, ছোট নরেন, সারদা, নরেন্দ্র, গোপালের মা, পূর্ণ, নারায়ণ, হরিপদ, রাম, গিরীশ, বৈষ্ণবচরণ কীৰ্ত্তনীয়া, বেনোয়ারী কীৰ্ত্তনীয়া, গিরীশেখুএকটি চশমাপরা বন্ধু, তুলসীরাম প্রভৃতি। ৪র্থ ভাগ—২৩শ খণ্ড [ می ه= ১৫---৮৫—আষাঢ়-শুক্লা-তৃতীয় । ভক্তসঙ্গে গুহ কথা । [ ৪র্থ ভাগ—২৩শ থও ২৮-৭-৮৫—অtষাঢ়-কৃষ্ণ-প্রতিপদ । বলরামমন্দিরে। নন্দবস্থর বাটীতে। বেলা তিনটের পর । বিষয়—নন্দবস্তুর বাটীতে ঠাকুরের ছবিদর্শন। নন্দবস্ব ও পশুপতি। উপস্থিত—বিনোদ, রাখাল, মাষ্টার, ছোট নরেন, নন্দবস্তু, পশুপতি অতুল প্রসল্লের পিতা প্রভৃতি । [ ৩য় ভাগ-—১৮শ থও ২৮-৭-৮৫—আষাঢ়-কৃষ্ণ-প্রতিপদ । শোকাতুরা ব্রাহ্মণীর বাট । বিষয়—ঠাকুরের শুভাগমনে ব্রাহ্মণের ভাবোল্লাস। (অপরাহ্ল ৫॥ট) উপস্থিত—ব্রাহ্মণী ও র্তাহার ভগ্নী, মাষ্টার, নারায়ণ, যোগীন সেন, দেবেন্দ্র, যোগীন, ছোট নরেন। [ ৩য় ভাগ—১৯শ খণ্ড ২৮-৭-৮৫—আষাঢ়-কৃষ্ণা-প্রতিপদ ৷ গহ্বর মার বাটতে। রাত্রি ৮টার পর। বিষয়—ঐক্যতান বাদ্য ও ছোকরাদের গান শ্রবণ । উপস্থিত্ত—ব্রাহ্মণী, ছোট নরেন, মাষ্টার প্রভৃতি । [ ৩য় ভাগ—১৯শ খণ্ড ২৮-৭-৮৫—আষাঢ়-কৃষ্ণ-প্রতিপদ । বলরামের বাড়ী। রাত্রি ১১টা । বিষয়—মণির সহিত নিভৃতে কথা । উপস্থিত্ত—বলরাম, যোগীন, ব্ৰাহ্মণী প্রভৃতি । [ ৩য় ভাগ—১৯শ খণ্ড ৯-৮-৮৫—আষাঢ়-শুক্লা-প্রতিপদ । দক্ষিণেশ্বর ( অপরাহ ৩,৪টা ও রাত্রি ) বিষয়—দ্বিজর পিতার সহিত কথা । মহিমাচরণ, মাষ্টার, প্রভৃতির কাছে ঠাকুর মুক্তকণ্ঠ। রাখালের ভাব। অনাহুত শব্দ ও গভীর রাত্রি। স্বপ্নে ঈশ্বর দর্শন।