পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নানাভাবে গ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তমন্দিরে স্ত্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর দেবালয়ে, শিব মন্দিরের সিড়িতে বসিয়া আছেন। জ্যৈষ্ঠ মাস, ১৮৮৩, খুব গরম পড়িয়াছে, একটু পরে সন্ধ্যা হইবে। বরফ ইত্যাদি লইয়া মাষ্টর আসিয়াছেন, ও ঠাকুরকে প্রণাম করিয়া তাহার পাদমূলে শিব মন্দিরের সিড়িতে বসিলেন । [J. S. Mill and Sri Ram Krishna, Limitations of man, —a conditioned being ত্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি )—মণি মল্লিকের নাতজামাই এসেছিল। সে কি বইএ * পড়ছে, ঈশ্বরকে তেমন জ্ঞানী সৰ্ব্বজ্ঞ বলে বোধ হয় না। তা হলে এত দুঃখ কেন ? আর এই যে জীবের মৃত্যু হয়, একবারে মেরে ফেললেই হয়, ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন ? যে বই লিখেছে সে নাকি বলেছে, ষে আমি হলে এর চেয়ে ভাল স্মৃষ্টি করতে পারতাম। মাষ্টার ই করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন, ও চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি –ৰ্তাকে কি বুঝা যায় গা । আমিও তাকে তাবি ভাল, কখন ভাবি মন । তার মহামায়ার ভিতর আমাদের রেখেছে। কখন তিনি হস করেন, কখন তিনি অজ্ঞান করেন। একবার অজ্ঞানটা চলে যায় ; আবার ঘিরে ফেলে। পুকুর পান ঢাকা, ঢিল মারলে, খানিকটা জল দেখা যায় ; আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সে জলটুকুও ঢেকে ফেলে। • "যতক্ষণ দেহবুদ্ধি ততক্ষণই মুখ দুঃখ, জন্ম মৃত্যু, রোগ শোক। দেহেরই এই সব, আত্মার নয়। দেহের মৃত্যুর পর তিনি হয় তো ভাল যায়গায় নিয়ে

  • John stuart Mill's Autobiography. Mill. b. 1806 d. 1878.