পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরে । বিজয় গোস্বামী প্রভৃতি ভক্ত সঙ্গে । ৮৩ SAMAAA AAAA ASASASAMAMM MMAMAMSMMMMAAASAAASAAA AAAA AAAAS AAAAAMAAASA SSASAS SSAS SSMMAMAMMMAM “ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর, কৃপা করে জ্ঞানের আলে৷ তোমার নিজের উপর একবার ধর, আমি তোমায় দর্শন করি ” । “ঘরে যদি আলো না জলে সেটি দারিদ্র্যের চিহ্ন। তাই হৃদয় মধ্যে জ্ঞানের আলো জালতে হয় । ‘জ্ঞান দীপ জেলে ঘরে, ব্রহ্মময়ীর মুখ দেখ না ।” বিজয় সঙ্গে ঔষধ আনিয়াছেন । ঠাকুরের সম্মুখে সেবন করিলেন । ঔষধ জল দিয়া থাইতে হয়। ঠাকুর জল আনাইয়া দিলেন। ঠাকুর অহেতুক রুপসিন্ধু , বিজয় গাড়ীভাড়া, নৌকা ভাড়, দিয়া আসিতে পারেন না। ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন, আসতে বলেন । এবার বলরামকে পাঠাইয় ছিলেন । বলরাম ভাড়া দিবেন। বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন । সন্ধ্যার সময় বিজয়, নবকুমার, ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামেরনৌকাতে আবার উঠিলেন। বলরাম তাহাদিগকে স্বাগবাজারের ঘাটে পৌছিয়া দিবেন । মাষ্টারও ঐ নৌকায় উঠিলেন । নৌকা বাগবাজারে অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌছিল। যখন বলরামের বাগবাজারের বাড়ীর কাছে তাহার পৌছিলেন,তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে : আজ শুক্লপক্ষের চতুর্থ তিথি। শীতকাল, অল্প অল্প শীত করিতেছে । ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতোপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দ মূৰ্ত্তি হৃদয়ে ধারণ করিয়া, বিজয়, বলরাম, মাষ্টার ইত্যাদি গৃহে প্রত্যাবর্তন করিলেন ।