পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরে। অধর, বলরাম, নরেন্দ্র প্রভৃতি সঙ্গে। ১০১ শ্রীরামকৃষ্ণ । ( কাপ্তেনের প্রতি ) কিন্তু নারদাদি ? কাপ্তেন। তারা পরের দুঃখে কথা ক’য়েছিলেন। স্ত্রীরামকৃষ্ণ। ই, নারদ, শুকদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন ; —দয়ার জন্য, পরের হিতের জন্য র্তারা কথা ক’য়েছিলেন । নরেন্দ্র গান আরম্ভ করিলেন। গাইলেন,— · গীত । - o সত্যহ শিব অনুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে । , .* ( সে দিন কবে বা হ’বে ) নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপ-সাগরে । জ্ঞান-অনস্তরূপে পশিবে নাথ মম হৃদে, অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্ৰীপদে । আনন্দ অমৃতরূপে উদিবে হৃদয়-আকাশে, চন্দ্র উদিলে চকোর যেমন ক্রীড়য়ে মন হরযে, আমরাও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে । শাপ্তং শিব অদ্বিতীয় রাজরাজ-চরণে, . বিকাইব ওহে প্রাণসখী সফল করিব জীবনে । । এমন অধিকার কোথা পাব আর স্বৰ্গভোগ জীবনে ( সশরীরে ) । । শুদ্ধমপাপবিদ্ধং রূপ হেরিয়ে নাথ তোমার, আলোক দেখিলে অণধার যেমন যায় পলাইয়ে সত্বর, তেমনি নাথ তোমার প্রকাশে পালাইবে পাপ-অর্ণধার। - , ওহে ধ্রুবতারা-সম হৃদে জলস্ত বিশ্বাস হে, জালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আশ, আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়ে হে, আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে । ( সে দিন কবে হ’বে ) । । t আনন্দ অমৃতরূপে, এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীরঃ সমাধিতে নিমগ্ন হইলেন । আসীন হইয়া করযোড়ে বসিয়া আছেন। পূৰ্ব্বআন্ত। দেহ উন্নত। আনন্দময়ীর রূপসাগরে নিমগ্ন হইয়াছেন ! লোকবাহ একেবারে নাই। শ্বাস বহিছে, কি না বহিছে! স্পন্দহীন ! নিমেষশূন্ত চিত্রাপিতের ন্যায় বসিয়া আছেন। যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন । । SS SSAS SSAS SSAS SSAS AAAAA AAAAMAAA AAAA SAASAASAASAAAS