পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৪ শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । [১৮৮৩, ২৬ নভেম্বর । iSiS “একজন ব’লেছিল, “আমার মামার বাড়ীতে এক গোয়াল ঘোড় আছে ! এ কথায় বুঝতে হবে, ঘোড়া আদবেই নাই, কেন না গোয়ালে ঘোড়া থাকে না।” ( সকলের হাস্ত ) ৷ { ঐশ্বৰ্য্য, বিভব, মান, পদ ৷ ] “কেউ ঐশ্বর্ঘ্যের—বিভব, মান, পদ, এই সবের—অহঙ্কার করে ; কিন্তু এ সব দুই দিনের জন্য ; কিছুই সঙ্গে যাবে না। একটা গান আছে— ভেবে দাখ, মৰুন কেউ কারো নয়, মিছে ভ্ৰম ভূমণ্ডলে । তুলন। দক্ষিণে কালী বদ্ধ হয়ে মায়াজালে ৷ যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে । । সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে ব’লে ৷ দিন দুই তিনের জন্য ভবে, কৰ্ত্তা ব’লে সবাই মানে, সেই কৰ্ত্তারে দেবে ফেলে, কালাকালের কৰ্ত্ত। এলে ! -- . অহঙ্কারের মহৌষধ। ] “আর টাকার অহঙ্কার ক’ৰ্ত্তে নাই। যদি বলে, আমি ধনী, তো ধনীর আবার, তারে বাড়া, তারে বাড়া আছে। সন্ধ্যার পর যখন জোনাকি পোক৷ উঠে, সে মনে করে, আমি এই জগৎকে আলো দিচ্চি ! কিন্তু নক্ষত্র যাই উঠলে, অমনি তার অভিমান চ’লে গেল। তখন নক্ষত্রেরা ভাবতে লাগলে আমরা জগৎকে আলো দিচ্চি! কিছু পরে চন্দ্র উঠলে, তখন নক্ষত্রের লজ্জায় মলিন হয়ে গেল। চন্দ্র মনে করলেন, আমার আলোতে জগৎ হাসছে, আমি জগৎকে আলো দিচ্চি!—দেখতে দেখতে অরুণ উদয় হলো ; স্বৰ্য্য উঠছেন। চাদ মলিন হয়ে গেল –খানিকক্ষণ পরে আর দেখাই গেল না। “এইগুলি ধনীরা যদি ভাবে, তা হ’লে ধনের অহঙ্কার হয় না ” - 崇 - * & 亲 . উৎসব উপলক্ষে শ্ৰীযুক্ত মণিলাল মল্পিক অনেক উপাদেয় খাদ্যসামগ্রীর আয়োজন করিয়াছেন । তিনি অনেক যত্ন করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওঁ সমবেত ভক্ত গণকে পরিতোষ করিয়৷ খাওয়াইয়াছিলেন । যখন সকলে - বাড়ী প্রত্যাগমন করিলেন, তখন রাত্রি অনেক হইয়াছিল ; কাহারও কোন কষ্ট হয় নাই। । 零米况