পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ペく ঐশ্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮৩,২৮ নভেম্বর। খুব হ’লো। চিনির পাহাড়ের কাছে একটা পিপড়ে গিছিল । তার সব পাহাড়টার কি দরকার ? ১টা ২টা দান। হলেই হেউ ঢেউ হয়।” প্রতিবেশী। আমাদের যে বিকার, এক ঘটী জলে হয় কৈ ? ইচ্ছা করে ঈশ্বরকে সব বুঝে ফেলি ! - রোগ ও ঔষধ। ] `, শ্রীরামকৃষ্ণ । তা বটে। কিন্তু বিকারের ঔষধও আছে। প্রতিবেশী । মহাশয়, কি ঔষধ ? হীরামকৃষ্ণ। সাধুসঙ্গ, তার নাম গুণ গান, তাকে সৰ্ব্বদা প্রার্থনা । আমি বলেছিলাম, মা আমি জ্ঞান চাই না ; এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান,—ম আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও । আর আমি কিছুই চাহ নাই । ঔষধ —‘মামেকং শরণং ব্রজ । ] “যেমন রোগ, তার তেমনি ঔষধ গীতায় তিনি বলেছেন, হে অৰ্জুন, তুমি আমার শরণ লও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করবে। " তার শরণাগত হও, তিনি সদৃদ্ধি দেবেন। তিনি সব ভার লবেন ; তখন সব রকম বিকার দূরে যাবে। এ বুদ্ধি দিয়ে কি তাকে বুঝা যায় ? এক সের ঘটতে কি চার সের দুধ ধরে ? আর তিনি না বুঝালে কি বুঝা যায় ? তাই বলছি তার শরণাগত হও–র্তার যা ইচ্ছ। তিনি করুন। তিনি ইচ্ছাময় । মানুষের কি শক্তি আছে ?”