১৩৬ শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ ১৮৮৪, ১৫ জুন । S AMAAAS AAAAA AAAAM AMAMA Seeee S -l-NasirkhanBot (আলাপ) ১৮:১৯, ২১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)"്കുപ്പുപ്പ ه به ع - ۹ م به تهیه ۶ একজন কাঠুরে বনে কাঠ কাটুতে গিছলো। হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হ’লো। ব্রহ্মচারী বল্লেন, ‘ওহে, এগিয়ে পড়ে । কাঠুরে বাড়ীতে ফিরে এসে ভাবতে লাগলে ব্রহ্মচারী এগিয়ে যেতে ব’ল্লেন কেন ?
- এই রকমে কিছু দিন যায়। এক দিন সে বসে আছে, এমন সময় এই ব্ৰহ্মচারীর কথাগুলি মনে পড়লো। তখন সে মনে মনে ব’ল্লে, আজ আমি আরও এগিয়ে যাবো। বনে গিয়ে আরো এগিয়ে দেখে যে, অসংখ্য চন্দনের গfছ । তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাষ্ঠ নিয়ে এলে ; আর বাজারে বেচে খুব বড় মানুষ হয়ে গেল। এই রকমে কিছু দিন যায়! আর এক দিন भनि পড়লে, ব্রহ্মচারী বলেছেন, ‘এগিয়ে পড়’। তখন আবার বনে গিয়ে এগিয়ে দেখে, নদীর ধারে রূপোর খনি! এ কথা সে স্বপ্নেও ভাবে নাই । তখন খনি থেকে কেবল রূপা নিয়ে গিয়ে বিক্ৰী ক’ৰ্বতে লাগলো। এত টাকা হ’লে যে, আfগুল হ’য়ে গেল । *
“আবার কিছু দিন যায়। এক দিন বসে ভাবছে, ব্রহ্মচারী তে। আমাকে রূপোর খনি পর্য্যস্ত যেতে বলেন নাই—তিনি যে আমাকে এগিয়ে যেতে বলেছেন । এবার নদীর পারে গিয়ে দেখে, সোণার খনি! তখন সে ভাবলে ওহে ! তাই ব্রহ্মচারী বলেছিলেন, এগিয়ে:পড় ! “আবার কিছু দিন পরে এগিয়ে দেখে, হীরে মাণিক রাশীরুত পড়ে আছে। তখন তার কুবেরের ঐশ্বৰ্য্য হলো। “তাই বলছি যে, যা কিছু কর না কেন, এগিয়ে গেলে আরো ভাল জিনিষ পাবে। একটু জপ করে উদ্দীপন হয়েছে বলে মনে করে না, য হবার তা হয়ে গেছে। কৰ্ম্ম কিছু জীবনের উদ্বেশু নয়। আরো এগোও তাহলে কৰ্ম্ম নিষ্কাম ক’বুতে পারবে । তবে নিষ্কাম কৰ্ম্ম বড় কঠিন। তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা কর, হে ঈশ্বর, তোমার পাদপদ্মে
- "---- شعاع سیسی سیستحسیبیاسی
ভক্তি দাও, আর কর্ম_কমিয়ে দাও, আর যেটুকু রাখবে, স্ট্রে করেন--
- мъжърътив سیاسی حجیحه سمت صمیمی নিষ্কাম হয়ে করতে পারি s"
- .துல்லியனகேசுகை' •ly#**a##
so আরো এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে। তাকে দর্শন হবে। ক্রমে র্তার সঙ্গে আলাপ কথাবাৰ্ত্ত হবে ।” # * কেশবের স্বৰ্গলাভের পর মন্দিরের বেদী লইয়া যে বিবাদ হয়, এইবার তাহার কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ ( প্রতাপের প্রতি ) ৷ শুনছি তোমার সঙ্গে বেদী নিয়ে নাকি