পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুরেন্দ্রের বাগানে মহোৎসব । శిపి জীরামকৃষ্ণ। ও আছে একটি ছোকরা । আমি নরেন্দ্রকে বলেছিলুম দেখ, ঈশ্বর রসের সাগর। তোর ইচ্ছা হয় না কি যে, এই রসের সাগরে ডুব দিই ? আচ্ছা, মনে কর, এক খুলি রস আছে ; তুই মাছি হয়েছিস্ । তা কোন খানে বসে রস খাবি ? নরেন্দ্র বললে, আমি খুলির কিনারায় বসে মুখ বাড়িয়ে খাব ৷ আমি জিজ্ঞাসা ক’লুম, কেন ? কিনারায় বসবি কেন ? সে বল্লে, বেশী দূরে গেলে ডুবে যাব, আর প্রাণ হারাব। তখন আমি বল্লম, বাবা সচ্চিদানন্দ সাগরে সে ভয় নাই ! এ যে অমৃতের সাগর, ঐ সাগরে ডুব দিলে মৃত্যু হয় না, মাহুষ অমর হয়। ঈশ্বরেতে পাগল হ’লে মাহুষ বেহেড হয় না। . ( ভক্তদের প্রতি ) ৷ ‘আমি আর আমার’ এইটার নাম অজ্ঞান । রাসমণি কালী বাড়ী ক’রেছেন, এই কথাই লোক বলে । কেউ বলে না যে, ঈশ্বর ক’রেছেন : ‘ব্রহ্মসমাজ অমুক লোক ক’রে গেছেন ; একথা আর কেউ বলে ন যে, ঈশ্বরের ইচ্ছায় এটা হয়েছে। আমি করছি, এইটার নাম অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর আমি অকৰ্ত্ত ; তুমি যন্ত্ৰী আমি যন্ত্র ; এইটার নাম জ্ঞান। হে ঈশ্বর, আমার কিছুই নয়—এ মন্দির আমার নয়, এ কালীবাড়ীআমার নয়, এ সমাজ আমার নয়, এ সব তোমাব জিনিষ ; এ স্ত্রী পুত্র-প্ররিবাব এ সব কিছুই আমার নয়, সব তোমারি জিনিষ ; এর নাম জ্ঞান । আমার জিনিষ আমার জিনিষ বলে— সেই সকল জিনিসকে ভালবাসার - নাম মায়। সবাইকে ভালবাসার নাম দয়া। শুধু ব্রাহ্মসমাজের লোকগুলিকে ভালবাসি, কি শুধু পরিবারদের ভালবাসি, এর নাম মায়া ; শুধু দেশের লোকগুলিকে ভালবাসি এর নাম মায় ; সব দেশের লোককে ভালবাসা, সব ধর্শের লোকদের ভালবাসা, এটা দয়া থেকে হয়, ভক্তি থেকে হয়। - “মায়াতে মানুষ বদ্ধ হ’য়ে যায়, ভগবান থেকে বিমুখ_হয়। দয়া থেকে ঈশ্বর লাভ হয়। শুকদেব, নারদ, এরা দয়া রেখেছিলেন।” NasirkhanBot (আলাপ) ১৮:১৯, ২১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)്.-്.--ു.--സ.ു~~ക്ഷത്ത് .... | অষ্টম পরিচ্ছেদ । [ ব্রাহ্মসমাজ ও কামিনী কাঞ্চন । ] প্রতাপ (ঐরামকৃষ্ণের প্রতি)। মহাশয়! যারা আপনার কাছে আসেন, তাদের ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে তো ? o . * * *