পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* N কয়েকদিন পূজা করিতে করিতেই ঠাকুর ঐরামকৃষ্ণের মনের অবস্থা আর এক রকম হইল। সৰ্ব্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকেন। আত্মীয়েরা এই সময় তাহার বিবাহ দিলেন—ভাবিলেন, বিবাহ হইলে হয়তে অবস্থাস্তর হইতে পারে। কামারপুকুর হইতে দুই ক্রোশ দুরে জয়রামবাট গ্রামস্থ ৮রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্য৷ শ্ৰীশ্ৰীশারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল । তখন ঠাকুরের বয়স ২১:২২, শ্ৰীশ্ৰীমার বয়স ছয় বৎসর। - বিবাহের পর দক্ষিণেশ্বর কালীমন্দিরে ঠাকুর ঐরামকৃষ্ণ ফিরিয়া আসিবার কিছু দিন পরর্তাহার একেবারে অবস্থান্তর হইল। কালী বিগ্রহ পূজা করিতে করিতে কি অদ্ভূত ঈশ্বরীয়রূপ দৰ্শন করিতে লাগিলেন । আরতি করেন, আরতি আর শেষ হয় না! পূজা করিতে বসেন, পূজা শেষ হয় না; হয়তে আপনার মাথায় ফুল দিতে থাকেন ! পুজ। আর করিতে পারিলেন না-উন্মাদের স্থায় বিচবণ করিতে লাগিলেন। রাণী রাসমণির জামাত। মথুর তাহাকে মহাপুরুষ বোধে সেবা করিতে লাগিলেন ও অন্ত ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার বন্দোবস্ত করিয়া দিলেন। ঠাকুরের ভাগিনেয় ক্রযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের উপর মথুর বাবু এই পূজার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার ভার দিলেন। - ঠাকুর আর পূজাও করিলেন না, সংসার ও করিলেন না,—বিবাহ নামমাত্র इहेज । নিশিদিন মা মা করেন। কখন জড়বৎ, কাষ্ঠ পুত্তলিকার ন্যায় থাকেন । কখনও উন্মাদবং বিচরণ করেন । কখনও বালকের ন্যায়! কামিনীকাঞ্চনাসক্ত বিষয়ীদের দেখিয়া লুকাইতেন। ঈশ্বরীয় লোক ও ঈশ্বরীয় কথা বই আর কিছু ভালবাসিতেন না । সৰ্ব্বদাই মা মা ! = ة . " .. " কালীবাড়ীতে সদাব্রত ছিল ( এখনও আছে )—সুধু সন্ন্যাসীরা সৰ্ব্বদা আসিতেন। তোতাপুরী এগার মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলেন। একটু শুনাইতে শুনাইতে তোতা দেখিলেন, ঠাকুরের নিৰ্ব্বিকল্প সমাধি হইয়া থাকে। । * , * ... ". . . ব্রাহ্মণী কিয়ংপূৰ্ব্বে আসিয়াছেন ; তিনি ঠাকুরকে তন্ত্রোক্ত অনেক সাধন ক্ষরাইলেন ও তাহাকে ঐগৌরাঙ্গ জ্ঞানে শ্ৰীচরিতামৃত ও অন্তান্ত বৈষ্ণবগ্রন্থ শুনাইলেন। তোতার কাছে ঐঠাকুর বেদান্ত শ্রবণ করিতেছেন দেখিয়া ব্রাঞ্জী --তাহাকে সাবধান করিয়া দিতেন ও বলিতেন—‘বাবা! বোস্ত শুনে নী ওঁতে ভাব ভূক্তি সব কমে যাবে। . . . . . . . Šoš