দক্ষিণেশ্বরে । মন্মোহন, হৃদয়, মহিমাচরণ প্রভৃতি সঙ্গে । ১৮৫ AASAASAASAASAASAAASSS SAAAASAASAASAAAS പസNasirkhanBot (আলাপ) ১৮:২৩, ২১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)്കപ്പസ~~സ്.ും~~് SASAMMAMASAMASASAMAAAA یحه هواییهقیحیخعلیخ করলে কি হবে ? আগে তাকে লাভ করবার চেষ্টা কর, গুরুবাক্যে বিশ্বাস ক’রে কিছু কৰ্ম্ম কর। গুরু না থাকেন, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা কর । তিনি কেমন—তিনিই জানিয়ে দিবেন । ‘. . “বই পড়ে কি জানবে ? যত ক্ষণ না হাটে পহুছান যায় ততক্ষণ দূর হতে কেবল হে হে শব্দ। হাটে পন্থছিলে আর এক রকম। তখন স্পষ্ট দেখতে . পাবে, শুনতে পাবে । আলু নাও পয়সা দাও স্পষ্ট শুনতে পাবে! : “সমুদ্র দূর হতে হো হো শব্দ করছে। কাছে গেলে কত জাহাজ যাচ্চে, পাপী উড়ছে, ঢেউ হ’চ্চে,—দেখতে পাবে। “বই পড়ে ঠিক অনুভব হয় না। অনেক তফাৎ। তাকে দর্শনের পর বই শাস্ত্র, সায়েন্স ( Science ) সব খড়কুটো বোধ হয় । - “বড় বাবুর সঙ্গে আলাপ দরকার। র্তার ক খান বাড়ী, কটা বাগান, কত কোম্পানির কাগজ, এ আগে জানবার জন্য অত ব্যস্ত কেন ? চাকরদের কাছে গেলে তারা দাড়াতেই দেয় না –কোম্পানির কাগজের খবর কি , দিবে। “কিন্তু যে সো করে বড় বাবুর সঙ্গে একবার আলাপ কর, তা ধাক্কা । খেয়েই হোক, আর বেড়া ডিঙ্গিয়েই হোক,—তখন কত বাড়ী, কত বাগান, কত কোম্পানির কাগজ, তিনিই বলে দিবেন। বাবুর সঙ্গে আলাপ হ’লে আবার চাকর দ্বারবান সব সেলাম করবে।” ( সকলের হান্ত )। * , , ” [ কৰ্ম্মযোগ ও ঈশ্বরলাভ । ] ... ', একজন ভক্ত। এখন বড় বাবুর সঙ্গে আলাপ কিলে হয় ? (সকলের হাস্ত)। 1 ক্রীরামকৃষ্ণ । তাই কৰ্ম্ম চাই। ঈশ্বর আছেন ব’লে বসে থাকলে হবে : না । যে সে ক’রে তার কাছে যেতে হবে। নির্জনে তাকে ডাকে, প্রার্থন । কর ; “দেখ দাও, ব’লে। ব্যাকুল হ’য়ে কাদো ! কামিনী-কাঞ্চনের জন্ত পাগল হ’য়ে বেড়াতে পারে ; তবে তার জন্য একটু পাগল হও । লোকে বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে। দিন কতক না হয় সব ত্যাগ ক’রে তাকে একলা ডাকো ! - g “শুধু, তিনি আছেন বলে বসে থাকলে কি হবে ? হালদার পুকুরে বড় মাছ আছে । পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায় ।
- “Seekoye first the Kingdom of Heaven and all other, things shall be added unto you.’ -- or . . * s