পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A le এক দিন মাকে ব্যাকুল হইয়া বলিলেন, মা তোর খৃষ্টান ভক্তের তোকে কিরূপে ডাকে দেখবে, আমায় নিয়ে চ। কিছুদিন পরে কলিকাতায় গিয়া এক গির্জার দ্বারদেশে দাড়াইয়া উপাসনা দেখিয়াছিলেন। ঠাকুর ফিরিয়া আসিয়া ভক্তদের বলিলেন, “আমি খাজাঞ্চীর ভয়ে ভিতরে গিয়া বসি নাই— ভাবিলাম কি জানি যদি কালীঘরে যেতে না দেয়। - . ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত আছেন। গোপালের মাকে ঠাকুর মা বলিয়াছিলেন ও গোপালের মা বলিয়া ডাকিতেন। সকল স্ত্রীলোককেই তিনি সাক্ষাৎ ভগবতী দেখিতেন ও মা জ্ঞানে পূজা করিতেন। কেবল যত, দিন মা স্ত্রীলোককে সাক্ষণং মা বোধ হয়, যত দিন না ঈশ্বরে শুদ্ধা ভক্তি द, ততদিন স্ত্রীলোক সম্বন্ধে পুরুষদের সাবধান থাকিতে বলিতেন । এমন কি, পরম ভক্তিমতী হইলেও তাহাদের সম্পর্কে যাইতে বারণ করিতেন। মাকে নিজে বলিয়াছিলেন, "ম, আমার ভিতরে যদি কাম হয় তা হ’লে কিন্তু মা, গলায় ছুরি দিব !’ ঠাকুরের ভক্তের অসংখ্য—র্তাহার কেহ প্রকাশিত আছেন, কেহ বা গুপ্ত আছেন—সকলের নাম করা অসম্ভব । শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃতে অনেকের নাম পাওয়া যাইবে । বাল্যকালে অনেকে— রামকৃষ্ণ, পতু, তুলসী, শান্তি, শশী, বিপিন, হীরালাল, নগেন্দ্র, ( মিত্র ), উপেন্দ্র, সুরেন্দ্র, সুরেন ইত্যাদি ; ও ছোট ছোট অনেক মেয়ের ঠাকুরকে দেখিয়াছিলেন। এক্ষণে তাহারাও ঠাকুরের সেবক । লীলা সংবরণের পর আজ তাহারা কত ভক্ত হইয়াছেন ও হইতেন। মন্দ্রিাস, লঙ্কাদ্বীপ, উত্তরপশ্চিম, রাজপুতনা, কুমাউন, নেপাল, বোম্বাই, পাঞ্জাব, জাপান ; আবার আমেরিকা, ইংলণ্ড, সৰ্ব্বস্থানে ভক্ত পবিবার ছড়াইয়া পড়িয়াছে ও উত্তরোত্তর বাড়িতেছে। ইতি— জন্মাষ্টমী, ১৩১০। } কলিকাতা ।