পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরে। মন্মোহন, হৃদয়, মহিমাচরণ প্রভৃতি সঙ্গে । see আর তুমি লাট সাহেবের বাড়ীতে যাও কেমন করে ? তারা মেচ্ছ, তাদের সঙ্গে থাকো কেমন ক’রে ? এই সব বলার পর তবে একটু থামে। “কিন্তু খুব ভক্তি। যখন পূজা করে, কপূরের আরতি করে। আর পূজা ক’বৃতে ক’বৃতে আসনে বসে স্তব করে । তখন আর একটা মানুষ । যেন তন্ময় হয়ে যায় । - અ ষষ্ঠ পরিচ্ছেদ । বেদান্তবিচারে } * [ মায়াবাদ ও শ্রীরামকৃষ্ণ । ] - শ্রীরামকৃষ্ণ (মহিমাচরণের প্রতি ) ৷ বেদান্ত বিচারে, সংসার মায়াময় —স্বপ্নের মত সব মিথ্যা । যিনি পরমাত্মা, তিনি সাক্ষিস্বরূপ—জাগ্রত, স্বপ্ন, স্বযুপ্তি, তিনি অবস্থারই সাক্ষিস্বরূপ। এ সব, তোমার ভাবের কথা । স্বপ্নও যত সত্য জাগরণও সেইরূপ সত্য। একটা গল্প বলি শুনে। তোমার ভাবের— “এক দেশে একটা চাষ থাকে । ভারী জ্ঞানী । চাষ বাস করে— পরিবার আছে, একটি ছেলে অনেক দিন পরে হয়েছে ; নাম—হারু । ছেলেটার উপর বাপ মা দু’জনেরই ভালবাসা ; কেন না, সবে ধন নীলমণি । চাষাটী ধাৰ্ম্মিক, গায়ের সব লোকেই ভালবাসে । এক দিন মাঠে কাজ করছে, এমন সময় এক জন এসে খপর দিলে হারুর কলেরা হয়েছে। চাষাটা বাড়ী গিয়ে অনেক চিকিৎসা করালে কিন্তু ছেলেট মারা গেল। বাড়ীর সকলে শোকে কাতর হলো কিন্তু চাষাটর যেন কিছুই হয় নাই। উণ্টে আবার সকলকে বুঝায় যে, শোক ক’রে কি হবে ? তার পর আবার চাষ বাস করতে গেল। বাড়ী ফিরে এসে আবার দেখে, পরিবার আরো কাদছে। পরিবার আবার ব’ল্লে, ‘তুমি নিষ্ঠুর—ছেলেটার জন্য একবার কাদলেও না ? চাষা তখন স্থির হয়ে ব’লে, কেন কাদছি না বলবো ? আমি কাল একটা ভারি স্বপ্ন। দেখেছি। দেখলাম যে, আমি রাজ হয়েছি আর আট ছেলের বাপ কয়েছি— আর খুব স্বখে আছি। তার পর ঘুম ভেঙ্গে গেল। এখন মহা ভাবনায় পড়েছি—আমার সেই আট ছেলের জন্ত শোক ক’রবে, না তোমার এই এক ছেলে হাক্ষর জন্ত শোক করবো?