পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ>br শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । [১৮৮৫, ১১ মার্চ । কে এ ভাব বুঝিবে ? গিরীশের বাড়ী প্রবেশ করিবার গলির সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন । সঙ্গে ভক্তগণ । এইবার নরেন্দ্রকে সম্ভাষণ করিতেছেন । নরেন্দ্রকে ব’লছেন, “ভাল আছ, বাবা ? আমি তখন কথা কইতে পারি নাই ।”—কথার প্রতি অক্ষর করুণা-মাখা । তখনও দ্বারদেশে উপস্থিত হন নাই। এইবার হঠাৎ দাড়াইয়া পড়িলেন । নরেন্দ্রের দিকে চাহিয়৷ বলিয়া উঠিলেন, একটা কথা ;—এই একটী ( দেহী ? ) ও একটী ( জগং ? ) । । জীব-জগৎ ! ভাবে এ সব কি দেখিতেছিলেন । তিনিই জানেন । অবাক হয়ে কি দেখছিলেন । দু একটা কথা উচ্চারিত হইল, যেন বেদবাক্য—যেন দৈববাণী—অথবা, যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি ও অবাক হ’য়ে পাড়াইয়াছি ; আর সেন অনস্তুতরঙ্গমালোখিত অনাহত শব্দের একটা দুটী ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল ! ষষ্ঠ প{রচ্ছেদ ভক্ত-মন্দিরে । ] দ্বারদেশে গিরীশ ; ঠাকুর শ্রীরামকৃষ্ণকে গৃহমধ্যে লইয়। যাইতে আসিয়াছেন । ঠাকুর ভক্তসঙ্গে যেই নিকটে এলেন, আমনি গিরীশ দণ্ডের ন্যায় সম্মুখে পড়িলেন। আজ্ঞা পাইয়া উঠিলেন ; ঠাকুরের পদধূলা গ্রহণ করিলেন ও সঙ্গে করিয়া ভূ-তলায় বৈঠকখানার ঘরে লইয়া বসাইলেন । ভক্তের শশব্যস্ত হ’য়ে আসন গ্রহণ করিলেন—সকলের ইচ্ছ, তাহার কাছে বসেন ও তাহার মধুর কথামৃত পান করেন | - - সংবাদপত্র ও শ্রীরামকৃষ্ণ । ] আসন গ্রহণ করিতে গিয়া ঠাকুর দেখিলেন, একখানা খবরের কাগজ রহিয়াছে। খবরের কাগজে বিষয়ীদের কথা ; বিষয়কথা, পরচর্চ, পরনিন্দ ; তাই অপবিত্র—তাহার চক্ষে। তিনি ইসারা করিলেন, ওখান যাতে স্থানান্তরিত করা হয়। - * কাগজখান সরানো হবার পর, আসন গ্রহণ করিলেন।