পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৬ ঐস্ত্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮৫,২২ অক্টোবর। - - - - *.*. خاصی همسایه میب همبسته ASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASAS SS SAM AMSAS SSAS SSAS A SAS SSAS SSAS -്NasirkhanBot (আলাপ) ১৮:২৯, ২১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি) SAeeM AMMAMAAASAAAA AMAMSAASAASAASAASAAAS

  • সমাধির পর কাহারও কাহারও “আমি থাকে—দাস আমি, ভক্তের আমি । শঙ্করাচাৰ্য্য ‘বিদ্যার আমি লোকশিক্ষার জন্য রেখে দিছিলেন । -
  • "দাস"আমি, ‘বিদ্যার আমি ‘ভক্তের আমি, এরই নাম পাকা আমি । * ‘কাচ আমি কি জান ? আমি কৰ্ত্তা, আমি এত বড় লোকের ছেলে, আমি বিদ্বান, আমি ধনবান, আমাকে এমন কথা বলে –এই সব ভাব । যদি কেউ বাড়ীতে চুরি করে, তাকে যদি ধরতে পার, তা হ’লে প্রথমে সব জিনিস পত্র কেড়ে লয় ; তার পর উত্তম মধ্যম মারে ; তার পর পুলিসে দেয়। বলে, “কি ! জানে না, কার চুরি করেছে ? هوم

[ বালকের ‘আমি । ] “ঈশ্বর লাভ হ’লে পাঁচ বছরের বালকের স্বভাব হয় । বালকের আমি আর 'পাকা অামি । বালক কোন গুণের বশ নয় । ত্রিগুণাতীত । সত্ত্ব রজঃ তমঃ কোন গুণের বশ নয় । দেখ ছেলে তমোগুণের বশ নয়। এই মাত্র ঝগড়া মারামারি ক’লে, আবার তৎক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব, কত খেলা ! আবার রজোগুণেরও বশ নয়। এই খেলা-ঘর পাতলে কত বন্দোবস্ত, আবার কিছুক্ষণ পরেই সব পড়ে রইলো ; মার কাছে ছুটেছে ! হয় ত একখানি সুন্দর কাপড় প’রে বেড়াচ্চে। খানিক ক্ষণ পরে কাপড় খুলে পড়ে গেছে ! হয় কাপড়ের কথা একেবারে ভুলে গেল— নয়, বগলদাবায় ক’রে বেড়াচ্চে ! ( হাস্ত ) ৷ “যদি ছেলেটকে বল, “বেশ কাপড়খানি, কার কাপড় রে ? সে বলে ‘আমার কাপড়, আমার বাবা দিয়েছে। যদি বল, 'লক্ষ্মী ছেলে আমায় কাপড়খানি দাও না । সে বলে, “না, আমার কাপড় আমার বাবা দিয়েছে ; না, আমি দেব না । তার পর ভুগিয়ে একটী পুতুল কি একটা বাশি যদি হাতে দাও তা হ’লে পাচ টাকা দামের কাপড়খানা তোমায় দিয়ে চলে যাবে। আবার পাচ বছরের ছেলের সবগুণেরও আট নাই। এই পাড়ার খেলুড়েদের সঙ্গে কত ভালবাসা, এক দণ্ড না দেখলে থাকতে পারে না। কিন্তু বাপ মার সঙ্গে যখন অন্য জায়গায় চলে গেল, তখন নুতন খেলুড়ে হ’ল । তাদের উপর তখন সব ভালবাসা প’ড় লো ; পুরাণে খেলুড়েদের । এক রকম একবারে ভুলে গেল । তার পর জাত অভিমান নাই। মা ব’লে দিয়েছে ও তোর দাদা হয়, তা সে ষোল আনা জানে যে, এ আমার ঠিক দাদা। তা এক জন যদি বামুনের ছেলে হয়, আর এক জন যদি কামা