পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ես শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত। [ ১৮৮২ মার্চ । ASA SSASAS SSAS Ae S eeAS SAeASAMS SSSSSSS SSAAAS গোলাপ, জুই, বেল। কচিৎ বা ধুস্তরপুষ্প—মহাদেবের পূজা হইবে। মাঝে মাঝে তুলসী—উচ্চ ইষ্টকনিৰ্ম্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে। নহবতের দক্ষিণদিকে বেল, জুই, গন্ধরাজ, গোলাপ | বাধাঘাটের অনতিদূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ। পরমহংসদেবের ঘরের পাশে দুই একটা কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশে পাশে বেল, জুই, গন্ধরাজ, গোলাপ, মল্লিক, জবা, শ্বেতকরবী, রক্তকরবী ইত্যাদি; আবার পঞ্চমুখী জবা, চীনজাতীয় জবা, এই সব ফুলের গাছও আছে । ঠাকুর শ্রীরামকৃষ্ণও এককালে পুষ্পচয়ন । করিতেন। একদিন পঞ্চবটীর সম্মুখস্থ একটা বিম্ববৃক্ষ হইতে বিল্বপত্র চয়ন । করিতেছিলেন। বিল্বপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসিল । তখন তাহার এইরূপ অনুভূতি হইল যে, যিনি সৰ্ব্বভূতে আছেন, তার না জানি কত কষ্ট হইল ! আমনি আর বিল্বপত্র তুলিতে পারিলেন না। আর একদিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন, এমন সময়ে কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে, কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটা ফুলের তোড়, এই বিরাট শিবমূর্তির উপর শোভা পাইতেছে—যেন তাহারই অহনিশি পূজা হইতেছে। সেইদিন হইতে আর ফুল তোলা হইল না। । BBBS uBD iBBBBBBB BBBB BB BBS পরমহংসদেবের ঘরের পূর্বদিকে বরাবর বারাও । বারাণ্ডার এক ভাগ উঠানের দিকে, অর্থাৎ দক্ষিণমুখে । এ বারাণ্ডায় পরমহংসদেব প্রায় ভক্তসঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সঙ্কীৰ্ত্তন করিতেন । এই পুৰ্ব্ব বারাগুর অপরাদ্ধ উত্তরমুখে । এ বারাণ্ডায় ভক্রেরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন, তাহার সঙ্গে বসিয়া সঙ্কীৰ্ত্তন করিতেন, আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কত বার প্রসাদ গ্রহণ করিতেন। এই বারাণ্ডায় শ্ৰীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্যসমভিব্যাহারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন ; আমোদ করিতে করিতে মুড়ি, নারিকেল, লুচি, মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন । এই বারাণ্ডায় একদিন নরেন্দ্রকে দর্শন করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন । , ২১। আনন্দ নিকেতন। কালীবাড়ী আনন্দ-নিকেতন হইয়াছে। রাধাকান্ত, ভবতারিণী ও মহাদেবের নিত্যপূজা, ভোগরাগাদি ও অতিথিসেবা। এক দিকে ভাগীরথীর বহুদূর . পৰ্যন্ত পবিত্র দর্শন। আবার সৌরভাকুল স্বন্দর নানাবর্ণরঞ্জিত কুস্কমবিশিষ্ট ।