পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e/וvל ডুব ডুব, ডুব, রূপসাগরে আমার মন । । দুই এক পদ গাইতে গাইতেই, ডুব ডুব ডুব বলতে বলতে ডুব ! সমাধি ভঙ্গ হলো, পাইচারি করতে লাগিলেন। ধুতি যা পরা ছিল " দুই হাত দিয়ে টানতে টানতে একেবারে কোমরের উপর তুলেছেন,এ দিক झैि খানিকটে মেঝে ঝেটিয়ে যাচ্ছে, ও দিক দিয়ে খানিকটে আমনি পড়েছে। আমি আর আমার সঙ্গী টেপটিপি করছি আর চুপি চুপি বলছি ধুতিটি পরা হয়েছে ভালো।’ একটু পরেই দুর শালার ধুতি" বলে ধুতিটে ফেলে দিলেন। निप দিগম্বর হয়ে পায়চারি করতে লাগলেন। উত্তর দিক থেকে কার যেন ছা : ও লাঠি আমাদের সম্মুখে এনে জিজ্ঞাস করলেন—“এ ছাতা লাঠি তোমা দের ?” আমি বল্লাম “না"। আমনি বল্লেন “আমি আগেই বুঝেছি, এ তোম দের নয়। আমি ছাত লাঠি দেখেই মানুষ বুঝতে পারি। সেই একই লোক হাউ মাউ ক’রে কতকগুলো গিলে গেল, এ তারই নিশ্চয়।” কিছুকাল পরে ঐ ভাবেই খাটের উত্তর পাশে পশ্চিমমুখো হয়ে ব’য়ে পড়লেন। বসেই আমায় জিজ্ঞাসা—“ওগে। আমায় কি অসভ্য মনে করছ?" . আমি বল্লাম, না আপনি খুব সভ্য । আবার এ জিজ্ঞাসা করছেন কেন r ঠাকুর । আরে শিবনাথ টিবনাথ অসভ্য মনে করে না। ওরা હt কোন রকমে একটা ধুতি টুতি জড়িয়ে বসতে হয়। গিরীশ ঘোষকে চেনো ? : আমি । কোন গিরীশ ঘোষ ? থিয়েটার করে যে ? ঠাকুর । হা । আমি । দেখিনি কখনও, নাম জানি । ঠাকুর। ভাল লোক। . আমি । শুনি মদ খায় নাকি ? ঠাকুর । খাকৃ না, খাকু না, ক’ দিন খাবে ? নরেন্দ্রের বিষয় বল্লেন —“তুমি নরেন্দ্রকে চেনে ?” আমি । আজ্ঞা না । ঠাকুর । আমার বড় ইচ্ছ, তার সঙ্গে তোমার আলাপ হয়। সে s এ, পাশ দিয়েছে বিয়ে করেনি। আমি যে আজ্ঞা, আলাপ করবো । - 篆 ঠাকুর । আজ রাম দত্তের বাড়ী কীৰ্ত্তন হবে। সেইখানে দেখা হবে সন্ধ্যার সময় সেইখানে যেও ।