পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় দর্শন ও গুরুশিষ্য-সংবাদ । ১৩ : S AASAASAA AAAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SAAA AAAAe eAAA SAAAAA SeSeASMSMeS SSAS SSAS SSASeAAA SAAA AAAAS AAAASS SAeAAA AAAA AAAAe A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS AMMSMMAAAS AAAAA AAAAMMAAASAASAASAASAAAS مبے ہ** “হঁ্যাগ, কুক্‌সাহেব না কি একজন এসেছে ? সে না কি লেকচার দিচ্ছে ? আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিছল । কুক্‌সাহেবও ছিল । , মাষ্টার । আজ্ঞা, এই রকম শুনেছিলুম বটে ; কিন্তু আমি তার লেক্চার শুনি নাই । আমি তার বিষয় বিশেষ জানি না ।

  • ( গৃহস্থ ও পিতার কৰ্ত্তব্য । )

শ্রীরামকৃষ্ণ । প্রতাপের ভাই এসেছিল । এখানে কয়দিন ছিল । কাজ কৰ্ম্ম নাই। বলে, আমি এখানে থাকুব । শুনলাম, মাগছেলে সব শ্বশুরবাড়ীতে । খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে ? লজ্জা করে ন| ৫৫ক্ষ ఒళోళిః একজন খাওয়াচ্ছে, আর তাদের শ্বশুরবাড়.ষ্ট্ৰেঞ্জক্টশছে! আমরা অনেক লিম uতবে এখান থেকে যেতে চায়।

চতুর্থ পরিচ্ছেদ |

কে তিরস্কার ও তাহার অহঙ্কার চূর্ণকরণ। ੋਂ প্রতি ) ৷ তোমার কি বিবাহ হ’য়েছে ? মাষ্টার। ওঁঃ (ীিরিয়া ) । ওরে রামলাল ক্ষে যা বিয়ে ক’রে ফেলেছে ! মাষ্টার দোর রাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয় রছিলেন। "ত্ন লাগিলেন, বিয়ে করা কি এত দোষ । ঠাকুর আবার দ্বিজ কুরিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাষ্টারের বুক টিপ, টুকরিতে লাগিল । ভয়ে ভয়ে বলিলেন—আজ্ঞে—

    • sti • *... . . o * ዳጎ” ă

ছেলে হয়েছে। তখন মাৰ্যর আক্ষেপ করিয়া বলিতে লাগিলেন—