পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ দৰ্শন। নরেন্দ্র ও ভবনাথাদি ভক্ত সঙ্গে আনন্দ । ২৯ - AMAeSAASAASAASAA AASAASAASAASAASAeeSAASAASAAAS سه شبیه همین جهت حال حاضیحیی تعبیعیعیجمعیت বাবার যে নাই, এখানে আসতেই হৰে ! এইরূপ ভাবিতেছেন, ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফাইনাষ্টি করিতে লাগিলেন, যেন তারা । সমবয়স্ক হাসির লহরী উঠিতে লাগিল। যেন আনন্দের হাট বসিয়াছে । মাষ্টার অবাক হইয়া এই অদ্ভূত চরিত্র দেখিতে লাগিলেন। ভাবিতে লাগিলেন, ইহারই কি পূৰ্ব্বদিনে সমাধি ও অদৃষ্টপূৰ্ব্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম ? সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন ? ইনিই কি আমায় প্রথম দিনে উপদেশ দিলার সময় তিরস্কার ক’রেছিলেন ? ইনিই কি আমায় ‘তুমি কি জ্ঞানী’ বলেছিলেন ? ইনিই কি সাকার নিরাকার দুইই সত্য বলেছিলেন ? ইনিই কি আমায় বলেছিলেন। বে, ঈশ্বরই সত্য, আর সংসারের সমস্তই অনিত্য ? ইনিই কি আমায় সংসারে : দাসীর মত থাকতে বলেছিলেন ? * . . . ঠাকুর শ্রীরামকৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাষ্টারকে এক একবার দেখিতেছেন ; দেখিলেন, তিনি অবাক হইয়া বসিয়া আছেন। তখন রামলালকে সঙ্গোধন করিয়া বলিলেন, “ষ্ঠাখ, এর একটু উমের বেশী কিনা, তাই একটু গম্ভীর। এরা এত হাসিখুসী ক’বৃছে, কিন্তু এ চুপ ক’রে বসে আছে।” মাষ্টারের বয়স তখন সাতাশ বৎসর হইবে । - o কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল । হকুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেয়ালে ছিল । ঠাকুর বলিলেন, ‘দেখ হহমানের কি ভাব ! ধন, মান, দেহমুখ, কিছুই চায় না, কেবল ভগবানকে চায়! যখন । স্ফটিকস্তম্ভ থেকে ব্ৰহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে, তখন মন্দোদরী অনেক রকম ফল । নিয়ে লোভ দেখাতে লাগলে । ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রট। যদি ফেলে দেয়। কিন্তু হনুমান ভুলবার ছেলে নয়। সে বল্লে— (গীত। শ্রীরাম কল্পতরু'। ) আমার কি ফলের অভাব । c*ट्बछि_6य-कुटा,_खनभनयल__cभाव-पट्टान्न_ग्लभ ब्रॉम शनट्बु ॥ স্ত্রীরাম-কল্পতরু মূলে বসে রই—যখন যে ফল বাস্থা সেই ফল প্রাপ্ত হুই । . ফুলের কথা কই (ধনি গে) ও ফল গ্রাহক নই ; যাৰ তোদের প্রতিফল যে দিয়ে।. সমাধি-মন্দিরে। ] । ঠাকুর এই গান গাইতে লাগিলেন। আবার সেই সমাধি। আবারনিম্পন্দ দেহ, স্তিমিত লোচন, দেহ স্থির ! বসিয়া আছেন—ফটোগ্রাফে যেরূপ : g م . ~ NasirkhanBot (আলাপ) ১৮:০৮, ২১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)്NasirkhanBot (আলাপ) ১৮:০৮, ২১ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)പ്പപ്പു~~ ~~--്.