পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐযুক্ত কেশব সেনের সহিত নৌকাবিহার। 8S ASAMMAMAAA AAAA SAAAAAMMAMMAMSeMS MS MS AAAAAS AAAAA AAAASAAAMM AeS SMMMAeSeM HAMMAMMMAMMAeAAA AAAA AAAA SAAAAAS AAAAA AAAA ASASASAS A SAS SSAS SSAS SSAMMS AAAASS এরামকৃষ্ণ। তার ইচ্ছ। তার ইচ্ছা যে তিনি এই সব নিয়ে খেল করেন। বুড়ীকে আগে থাকৃতে ছুলে, আর দৌড়াদৌড়ি করতে হয় না। সকলেই যদি - ছুয়ে ফেলে, তা হলে খেলা হয় কেমন করে ? সকলেই ছুয়ে ফেল্পে বুড়ী অসন্তুষ্ট হয়। খেলা চল্পে বুড়ির আহলাদ হয় । তাই লক্ষের ছুটা একটা কাটে, তেসে দাও ম৷ হাতচাপড়ি । ( সকলের আনন্দ । ) “তিনি মনকে অ্যাথি ঠেরে ইসারা ক’রে ব’লে দিয়েছেন, যা ; এখন সংসার করগে যা । মনের কি দোষ ? তিনি যদি আবার দয়া ক’রে মনকে ফিরিয়ে দেন, তা হ’লে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়। তখন আবার তার পাদপদ্মে মন হয় । ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান ক’রে গান গাইতেছেন । o - “আমি ঐ খেদে খেদ কৱি ৷ তুমি মাত থাকতে আমার জাগাঘরে চুরি । মনে করি তোমার নাম করি, কিন্তু সময়ে পাসরি । আমি বুঝেছি জেনেছি আশয় পেয়েছি এসব তোমারি চাতুরী । কিছু দিলেন পেলেন, নিলেন খেলেন, সে দোষ কি আমারি । যদি দিতে পেতে, নিতে, খেতে দিতাম, খাওয়াতাম তোমারি ॥ যশ, অপযশ, স্থরস কুরস, সকল রস তোমারি } (ওগে । রসে থেকে রস ভঙ্গ, কেন রসেশ্বরি । প্রসাদ বলে মন দিয়েছ, মনেরে অ'থঠারি। " - . . (ওমা ) তোমার স্মৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি বলে ঘুরি । “র্তারই মায়াতে ভুলে মাহুষ সংসারী হয়েছে। প্রসাদ বলে, “মন দিয়েছ মনেরে অথঠারি।” । কৰ্ম্মযোগ, সংসার ও নিষ্কাম কৰ্ম্ম । ] ব্রান্ধভক্ত। মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না ? শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে ) ৷ নাগো ! তোমাদের সব ত্যাগ করতে হবে কেন ? তোমরা রসে বসে বেশ আছে। সারে মাতে। (সকলের হান্ত । ) তোমরা বেশ আছে। মক্স খেলা জান ? আমি বেলি কাটিয়ে জলে গেছি। তোমরা খুব শেয়ানা। কেউ দশে স্থাছে ; কেউ ছয়ে আছে; কেউ পাচে । আছে। বেসি কাটাও নাই ; তাই আমার মত জ্বলে ধাও নাই। খেলা । চলছে। এতে ৰেশ ! ( সকলের হাস্ত ।