পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরাসবিলাস | - જે সবাকারে। হতচিত্ত হয়ে তারা চলিল তুরিতে। যথা কৃষ্ণ নাম ধরি ডাকে বাঁশরিতে। সেই মত কেহ২ সংষাবরন্ধন। উপেক্ষিয়ে ব্যস্ত হয়ে করয়ে গমন ॥ এৰূপে অনেকে সায়ন্তন কৃত্য ছাড়ি। কৃষ্ণ অভিমুখে যায় আভীর সুন্দরী। পরিবেশয়ন্ত্যস্তদ্ধিত্ব পায়য়ন্ত্যঃ শিশুন পয়ঃ। শুশ্ৰষন্ত্যঃ পর্তন কাশ্চিদৰ্ম্মন্ত্যোহ পাস্য ভৈাজনং ॥৬ ॥. কোন২ গোপী নিজ ভৃত্য বন্ধ গণে। আছিল অন্নাদি ভক্ষ্য সুপরিবেশনে। তখনি মুরুলীদ্বনি শ্রবণে শুনিল। ধৈর্য নাহি ধরে ধরে অধরা হইল। অমনি তেজিয়ে তাহা বেণু অনুসারে। বন অভিমুখে ধায় ক্লষ্ণে দেখিবারে। কোনং গোপী নিজ ভগ্ন্যাদি নন্দনে। স্নেহে করাইতেছিল দুগ্ধাদিক পানে। অমনি বুেপুর রবে হইয়ে মোহিত, কুষ্ণ অভিমুখে চলে তেজিয়ে সন্বিত i কোন গোপী নিজ ধৰ্ম্ম পতিশুশ্রীষণ তেজিয়ে চলিল কৃষ্ণে করিতে দর্শন। কোন কোন গোপী দেহাপেক্ষা নাহি করে। বেণু শুনি ভক্ষ্যপেয় অমনি বিস্মরে । সমাধান নইইতে ভোজনাদি ক্রিয়া উচ্ছিষ্ট অধরে যায় কাননে ধাইয় ॥ ইণ্ডুে জানি কৃষ্ণপ্রেম অলৌকিক হয়। তাহে শুদ্ধাশুদ্ধ কিছু’ বিচার না সম ॥ . * নিম্পন্ত্যঃ প্রমৃজন্ত্যোহন্য অঞ্জন্ত্যঃ কাশ্চ লোচনে । ধ্যত্যস্তবস্ত্রাভরণাঃ কাশ্চিৎকুষ্ণান্তিকং যযুঃ ॥ ৭ ॥ কোন গোপী ' ঐক্লষ্ণ দর্শন উৎকণ্ঠায়। র্তাহার”সন্তোষ যৈাগ্য ক্রিয়া তেজি যায়। যাহা অনুষ্ঠানে হয় ঐক্লষ্ণের প্রতি। হেন কৰ্ম্ম তেজিয়া চলিলা গোপীততি ॥ করিতে আছিল: • তারা নিজ অঙ্গরাগ। চন্দনাদি লিপ্ত যাতে কৃষ্ণের সোহাগ। তাহা সমাধান না করিয়ে ব্রজবালা। কৃষ্ণদরশনে ধায় হুইয়ে 길