ঐরাসবিলাস । > ○ তারা গৃহেতেই থাকি সে নিশিতে। কৃষ্ণকে পাইল ইহা লেখে তোষণীতে। তাঁদের বন্ধুর দুঃখ করিতে বারণ। যোগ মায়া কৈলা ত্যক্ত দেহ সংগোপন ॥ যদ্বা বলি ব্যাখ্যান্তর যে কহে গোস্বামী। তায় বিবরিয়া পুনঃ লিখিতেছি আমি। ক্লষ্ণ গোপীগণে দেখি বিরহে তাপিত 'কৃপা করি বিনাশিলা সে দুঃখ তুরিত। অশুভ শব্দেতে হেথ তাহাকেই কহে। নতুবা প্রারব্ধ দুঃখ গোপিকার নহে। অতএব যার নাশে জগতে অশুভ। এলাগি গোপীর নাম কৈল ধুতাশূভ ৷ কৃষ্ণভক্ত পবিত্র করেন ত্রিভুবন। হেন ন্যায় এস্থানেতে হইল ঘটন। • ধ্যানে লব্ধ কৃষ্ণাশ্লেষে আনন্দ অপার। অক্ষীণ মঙ্গল নাম এহেতু সবার। যাহে জগতের হয় মঙ্গল ঘটন। পূৰ্ব্ববৎ ন্যায় হেথা করিবে স্মরণ ॥ গুণ শব্দে বিরহ ভাবেরে কহে মুনি । তেজিলা তন্ময় তনু তাহার। তখনি। তবে কৃষ্ণ সেই গৃহমাঝে প্রবেশিরে। তাদের কামনা পূর্ণ করিলেন গিয়ে। অথ সাধন সিদ্ধাগণের সিদ্ধত প্রাপ্তি বিষয়ের সন্দেহ ভঞ্জনাথ । পরীক্ষিতের জিজ্ঞাস। স্ত্রপরীক্ষিদুবাচ। কৃষ্ণং বিদুৎ পরং কান্তং ন তু ব্ৰহ্মতয় । মুনেগুণপ্রবাহোপরমস্তাসাং গুণধিয়াং 격5일한 || > > ' কৃষ্ণধ্যানে গোপিকার গুণদেহ চুতি , সন্দেহ কারয়া শুকে জিজ্ঞাসে ভূপ্রতি। সে সন্দেহ তাহারুনিজের নাঁহি হয়। অন্যের সন্দেহ্ল নাশ হেতু জিজ্ঞাসয় ॥ মুনিবর আপনি যে কহিলে সিদ্ধান্ত। ইহাতে সংশয় মোর রছিল একান্ত। ক্লষ্ণে ব্ৰহ্ম
পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।