পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ ঐরাসবিলাল । এত আজ্ঞাবহ যদি অাছে এই জন। তবে কহ কি কারণে কৈলে আগমন। কিম্বা মম দরশনে উৎকণ্ঠিত হয়ে। নিশিতে কাননে সবে এল্যে যে লাগিয়ে। আমারে। সে অভিলাষ আছিয়ে অন্তরে। অতএব লজ্জা তেজি কন্তু তা অামারে ॥ রজন্যের্ষ ঘোরকপ ঘোরসত্ত্বনিষেবিতাঃ। প্ৰতিযাত ব্ৰজং নেহ স্থেয়ংষ্ট্ৰীভিঃ স্বমধ্যমাঃ II ১৮ । যদি বল আমাদের নাহিক বিপদ। কাননে এসেছি সবে করি তে আমোদ ॥ তুমি যাহা দেখিতে আইলে বৃন্দাবনে। আমরাও সেই লাগি এসেছি এখানে ॥ সহজেই বৃন্দাবনশোভা চমৎ কার। হেরিতে আকাঙ্ক্ষ মনে নাহি হয় কার। তাছাতে হয়ে ছে পুনঃ শরদ আগম। কাননে হয়েছে কত কুসুম উদগম। সেই সব শোভা নিরীক্ষণ,অভিলাষে সকলে এসেছি মোরা তেজি গৃহ বাসে। তবে শুন বলি ওহে সুমধামাগণ। এৰূপে অযোগ্য তোমাসবার ভ্রমণ ॥ দিবস না হয় ইহা হয়হে রজনী। স্বভাবেই ঘোঁরৰপা বলি ষারে মানি ॥ তাহে ঘোরতর প্রাণি সেৰিত কান্তার। এহেতু অযোগ্য হেথা থাকা সবাকার। অতএব নিশিযোগে কানন তেজিয়ে । গৃহেঁতে গমন কর সকলে মিলিয়ে। ঔদাস্য পক্ষের এই অর্থ সুনির্ণয়। প্রার্থনা পক্ষের অর্থ শুন ভক্তচয়। কৃষ্ণ কন শুনহ সুমধ্যমগিণ। এসেছ যদ্যপি সবে মিলি বৃন্দাবন। তবে কিছুকাল হেথা করিয়া বিশ্রাম। সকলেতে পরিপূর্ণ কর মনস্কাম। অখিল রঞ্জন করে এইত রজনী। অঘোর স্বভাবা, যাহে শোভে নিশামণি ॥ ভ্রমর কোকিল আদি অঘোরপ্রাণিতে। সুশোভিত এই বন আছে নানামতে ॥ তাহে সুমধাম হও তোমারা সকলে । অতএব কিছু কাল থাকে৷ এইস্থলে। বন তেজি গৃহপ্রতি না কর গমন । এখানে কি’স্থিতি করা মহে সুশোভন ॥ e