ঐরাসবিলাস । ২৩ মাতরঃ পিতরঃ পুত্রাভ্রাতরঃ পতয়শ্চ বঃ । বিচিন্বন্তিহ্যপশ্যন্তোমাকৃঢ়ং বন্ধুসারসং। ১৯৷৷ যদিবল তুমিল্লাহও পুরুষকেশরী। তবসমীক্ষেতে মেরিকারেও না ডরি। এ ব্রজমণ্ডল হয় তোমার আশ্রিত। তব অগ্ৰে মো সবার ভয় কি উচিত। তাছু সত্য বটে কিন্তু এ হয় যামিনী। তাহে সুমধ্যম হও সকল কামিনী। অধিকন্তু জনশূন্য হয় এ কানন। একামাত্র আমি হেথ পুরুষ রতন। তোমাদের মাতা পিতা ভ্রাতা সবাকার। পতি পুত্র আদি বন্ধু আছে যে যাহার। তোমাদের অসময়ে বনে আগমন । হেরিয়ে সকলে করিতেছে অন্বেষণ ॥ যদি তারা এই স্থানে আগমন করি। আমার সহিত । সব হেরে কুলনারী। অবশ্যই লজ্জানীরে আমিহ পড়িব । অকীৰ্ত্তি অযশে আমি ভুবন ভরিব। তোমারা না কর মনে বন্ধুর সাধস । কুলকামিনীর এ তো অযোগ্য সাহস। অতএব সবে ফিরি যাওঁ নিজ ঘরে। কেন মিছা দোষভাগী করহ আমারে। এইতো প্রথম পক্ষ হৈল সমাপণ। পক্ষান্তর ব্যাখ্যা এবে করহ শ্ৰবণ। কৃষ্ণ কন যদি বল তোমারা সকলে। কিৰূপ্লে এখানে সবে থাকি নিশিকালে। আমাদের মাতা পিতা আদি বন্ধুগণ। গৃহে না দেখিলে সবে অন্বেষিবে বন । বল দেখি যদি তার আসে এই স্থানে। • তবেতো বিপদ বড় হইবে ঘটনে ॥ এতবলি কন তাহে ঈষদ হাসিয়ে। কেহ না দেখিবে সবে এখানে আসিয়ে। মাত পিতা পতি পুত্র আদি বন্ধু ‘গণ। দেখিতে না পাবে করিয়াও অন্বেষণ ॥ যেহেতু নিবিড় হয় এইতো কাস্তার। দিবসেও দৃষ্টিপাত হওয়া অতিভার ॥ .তাহে পুনঃ হয় এই রজনীসময়। কিৰূপে হইবে বল দৃষ্টির বিষয়। অতএব বন্ধুর সাৱস তেজি দুরে। এইরাত্রি বাস কর-কানন ভিতরে ॥ - M
পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।