পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RS ঐরাসবিলাস । দৃষ্টং বনং কুমুমিতং রাকেশকররঞ্জিতং यभूनानिञ्ज-जैौटैजङख्ङ्ग°ल्लवर भांछिउ९ ॥ २० ॥ যদি, বন দেখামাত্র হয় প্রয়োজন। বড় অসম্ভব তাহ না হয় ঘটন। নানাতরু প্রফুল্লত একাননে হয়। তাহাতে হয়েছে পূর্ণ শশাঙ্ক উদয়। তাহার কিরণে বন হয়েছে রঞ্জিত। য মুন পরশি বায়ু বহিছে ললিত। তাহে স্বচঞ্চল হইতেছে তরুলতা। যাহা নিরখিলে চিত্তে বাড়ে তরলতা ৷ অতএব তোমাসবে তাহা দেখিবারে । সকলে " এসেছ সত্য হেরি ব্যবহারে ৷ হইল সম্পন্ন এবে সেই প্রয়োজন। এলাগিয়ে কহি ব্রজে করহ গমন ॥ উপেক্ষ পক্ষের ব্যাখ্যা এই হৈল সায় । পক্ষান্তর কহি এবে শুন পুনরায়। ক্লষ্ণ কন শুন সব গোপীগণ। কিবা সুশোভিত হয় এই বৃন্দাবন। নানাবিধ তরুলতা হয় কুসুমিত। বিশেষে রাকেশ কর সমুহে রঞ্জিত। যমুনা তরঙ্গ সঙ্গী বহে সমীরণ। তাহে সুচঞ্চল সুব তরুলতাগণ । এই হেতু কহি এ মধুর বৃন্দাবনে। থাকিতে উৎসাষ্ট্ৰ সবে কর গোপীগণে । তদযাতমাfচরং ঘোষং শুশ্রষধ্বং পতীন, সতীঃ । - ক্রদস্তি বৎসীবালাশ্চ তানপায়য়ত দুহত । ২১ ৷ . কানন সৌন্দৰ্য্য সবে করিলে দর্শন। অতএব ব্ৰজপ্রতি করহ গমন। নিজ গৃহকৰ্ম্ম দধিমন্থনাদি ঘোষে। ঘোষিত হয়ে ছে যেই স্থান সুবিশেষে। যেখানেতে ঘোষ সব করয়ে বসতি। তথায় গমন কর ওহে সাধীততি। তোমাদের স্থিতিযোগ্য সেই স্থান হয়। মুচির বিলম্ব শ্লেথ। উপযুক্ত নয়। তাই বলি শীঘু ব্ৰজে করিয়া গমন। নিজ২ পতিজনে কর শুশ্ৰষণ । লো: কেতে সকলে বলে তোমাসবে সতী । অনুচিত তাহে পরপু , রুষে স্বারতি। যদি বল ত্ৰৈলোক্য সেবিত তব পদ। সকলে 尊