পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরাসবিলাস। ২৫ সেবিব তাহ তেজিয়ে আপদ ৷ সৰ্ব্ব ধৰ্ম্ম পরিহরি যে তোমঃ সেবয়। তার কোন মতে নহে অধৰ্ম্ম উদয় ॥ লক্ষী বাঞ্ছে যে চরণ সেবন করিতে। আমরাও তার সেবা অভিলাষি চিতে । তাহাতে অস্থয়া করে যেই গুরুজন। সে সকলে আমাদের নাহি প্রয়োজন ॥ তবে কহি শুন২ সব ব্রজনারী। বৎস বালকেতে স্নেহ গেছে কি সবারি। তুেমোদিগে বহুক্ষণ না করি দর্শন। তোমাদের শিশু সব করিছে ক্ৰন্দন ॥ বৎসগণ দোহনের-কালপেক্ষা করি। বন্ধনে রয়েছে সবাকার পথ হোর। এলাগি সকলে শীঘ্ৰ করিয়ে গমন। শিশুগণে দুগ্ধ দিয়ে করহ পালন । গোদোহন নিশি প্রায় হইল আগত। দোহন করিয়ে বৎসে কর, আপ্যায়িত। এইত প্রথম পক্ষ হৈল সমাধান। দ্বিতীয় পক্ষের অর্থ কর অবধান । যেহেতুক রমণীয় হয় এই বন । অতএব এই স্থানে থাক কিছুক্ষণ ॥ যুদও তোমরা গৃহে গ মন লাগিয়ে। উৎকণ্ঠিত অছি সবে আপন হৃদয়ে ॥ তথাপি অচিরে, নাহি করহ গমন । নিশি অবসান কাল কর বিলম্বন ॥ যদি বল সবে হই পতিব্ৰতা সতী । এলাগি স্বীকীর নাহি করি পরপতি। তাহা সত্য হয় কিন্তু করহ শ্রবণ। নিত্য২ কঁর সবে পতি শুশ্রীষণ । তাহাতে যে সুখ লাভ হয় সবাকার। তার কোটিগুণ সুখ সেবনে আমার ॥ পরকীয়ারস অতি হয় সুললিত। আস্বাদন করি বোধ করা সমুচিত। বিশেষতঃ তোমরা হে সুমধ্যম নারী। এ রস সেবন করা যোগ্য সবাকারি। এহেতুক আজি সুব করি উপেক্ষণ । মম অভি ' লাষ সবে কুরহ পূরণ ॥ বৎস বালকাদি এবে ক্ৰন্দুন না করে । অতএব কিবা শান্ত করিরা তাহারে । শিশুকে পয়স দান গাবীর দোহন। এক্ষণ নাহিক হয় তার প্রয়োজন। এহেতু । ঘ