পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ ঐরীসবিলাস । ছাড়িয়ে সবে সে সব চাতুরী। এই রাত্রি রহ হেথা সব ব্ৰজনারী। অথবা মদভিস্বেহাস্তবতোষন্ত্রিতাসয়াঃ । আগত হ পপন্নং তৎ প্রীয়ন্তে ময়ি স্তজবং ২২ ॥ 尊 : অথবা আমার প্রতি তোমা সবাকার । আছিয়ে প্রগাঢ় স্নেহ মনেতে বিস্তার। যেহেতুক কি মানুষ কিবা জন্তুগণ। সক লের হই আমি স্নেহের ভাজন। তাঁহাতে তোমরা হও ব্রজের বনিতা। মম প্রতি স্নেহ যোগ্য এহেতু সৰ্ব্বথা । সেই স্নেহ পরবশ হইয়া সকলে । যদি আসিয়াছ বনে সবে নিশি কালে । উপযুক্ত বটে এহু নহে অঘটন। দেখিলে আমারে এবে যাহ নিকেতন। উপেক্ষ পক্ষের এই ব্যাখ্য' মুনিৰ্ম্মল। প্রার্থন পক্ষের এবে শুনহ,কৌশল যদি বল আমরা তোমারে তালো বাসি। এলাগি ভবন ছাড়ি কাননে প্রবেশি। তোমার সেবনে সবে মন্তে করি সাধ। তবে কেন তুমি এত ভাবিছ রিষাদ ॥ তাহাতে কহেন কৃষ্ণ শুন গোপীগণ। আমি হই প্রাণমাত্র স্নেহের ভাজন ॥ স্বাভাবিকী প্রীতি করে আমীরে সকলে। এলাগিয়ে সবে দেখা চাহে নেত্রাঞ্চলে তোমরা কি সেই সাধারণ প্রেমবশে। আসিয়াছ রজনীতে বনে মম পাশে ॥ বিশেষ প্রণয় আছে না আছে সবার। ইহা ভাবি চিত্ত হয় ব্যাকুল আমার । অতএব নলামত করি বিবেচন। কহিতেছি সকলেরে উৎকণ্ঠ বচন। গত্যুঃ শুশ্রুষণং স্ত্ৰীণাং পরোধৰ্ম্মোহমায়য় । তদ্বন্ধুনাঞ্চকল্যাণ্য প্রজানাঞ্চান্বপোষণং ২৩ ৷ প্রাণিমাত্র করে যদি তোমাতে পিরিতি। স্বাভাবিক বন্ধু তুমি সকলের গতি ॥ বিশেষে আমরা হই ব্ৰজবাসি জন। আr