পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२w ঐরাসবিলাস । তার ৷ ছুঃশীল দুর্ভাগ্য বৃদ্ধ জড় রোগী অতি। ধনহীন হইলেও ত্যাজ্য নহে পতি। তোমাদের পতি সব ব্রজবার্সি জন । তাহরা, না- হয় কোন দোষের ভাজন ॥ পতিত পাতকী কেহ নহে কদাচিত। এহেতু সে পতিত্যাগ অতি অনুচিত। প্রথমার্থে এইৰূপ ব্যাখ্যান সুন্দর। শ্লেষার্থেতে মনোযোগ কর অতঃপর। যদি বল আমরা হে তেজি নিজ পতি। নিশিতে অরণ্য মাঝে করেছি আগতি। পতিপ্রতি অনুরাগ নাহি যে সবার। পতিবন্ধু সেবনে কি অপেক্ষ তাহার। এত চিন্তি কহিছেন কলনয়ন। সতীর কি ছয় পতি ত্যাজ্য কদাচন। দুঃশীলতাআদি দোষী হইলেও পতি। ত্যাগ নাহি করে লোক অভি লাষি সতী । অতএব নিজ ধৰ্ম্ম করিতে রক্ষণ। পতিবন্ধু জানি কর আমার সেবন ॥ * অস্বর্গামযশস্তঞ্চ ফন্তু কৃচ্ছ ং ভয়াবহই । জুগুল্পিতঞ্চ সর্বত্র হোপপত্যং কুলস্ক্রিয়াঃ । ২৫ ৷ যদি সবে কহ, ওহে কমল নয়ন। তব বাক্যে পতি নাহি কপ্লিব বজ্জন ॥ নামমাত্রে পতিভাব তাহাতে করিব, পতি ত্ব ব্যাপার তোমাসহ আচরিব । এতেক গোপিকাভাব উঠায়ে আপনি। অস্থয়াতে কন যেন রসিকের মণি ॥"ওহে গোপীগণ একি দেখি ব্যবহার। উপপতি ভজিতে কি ইচ্ছা সুবা কার। যাহে স্বর্গগতি পথ হয় নিরোধিত। বিনাশে সুৰ্যশঃ ষাহ চির-সুসঞ্চিত। অতি ত্বচ্ছ হয় সদা ঔপপত্য কৰ্ম্ম। "কষ্ট ভয়াবহ তথা নাশে স্বধৰ্ম্ম ৷ সৰ্ব্বত্র নিন্দিত হয় যেই ব্যবহার। কুলস্ত্রীগণের যোগ্য নহে সে আচার। অতএব সে সব বসিয়া পরিহার । ৰিজং গৃহে সবে যাও হে সুন্দরি। প্রথম পক্ষের এই ভাষা বিবরণ। শ্লেষঅর্থে প্রণিধাম কর ভক্তগণ ॥