পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরাসবিলাস | ' \2? সিঞ্চাঙ্গ নস্তুদধরামৃতপূরকেণ হার্সাবলোককলগীতজস্বচ্ছ য়াগ্নিং। নোচুেদ্বয়ং বিরহজাগ পযুক্তদেহাধ্যানেন যাম প । দয়েঃ পদবীং সখে তে ॥ ৩৫ ॥ " যেহেতুক দেহ মল, তব ৰূপে নিমগন, হয়ে পুন উঠিতে ন৷ পারে। অতএব দয়াময়, হৃদয়ে হয়ে সদয়, দাসীগণে বঁচাও এবারে ॥ ৩৪। একে ৰূপ মাধুর্য্যেতে, কামানল জ্বলেচিতে, তাহে তব হাস্যাবলোকন। হয়েছে আহুতি-প্রায়, কলগীত বায়ু তায়,সঙ্গী হয়ে দহিছে জীবন ॥ ৩৫ ৷ এলাগি বিনতি করি, বারে২ বলি হরি, সে দারুণ মদন অনল। স্বকীয় অধরামৃত, সিঞ্চ, হুয়ে কৃপারত, মনমথ করহ শীতল ॥ ৩৬ ৷ যদি নিজ কৃপাবশে, না সিঞ্চহু স্বধারসে, তবে তব বিরহ আগুণে। করি দেহ উপযোগ, নাশিব, এ ক্লেশভোগ, সখী তোম। ধরিয়া ধেয়ানে ॥ ৩৭ ৷ যোগিপ্রায়, তেজি প্রাণ, তব পদ সন্নিধান, যাইব আমরা.সবে মেলি। দেখ নিজ নয়নেতে, নারীবধ সমীক্ষেতে,আজি হে নিষ্ঠুর বনমালি। ৩৮ এৰূপে গোপিক গণ, বাস্থার্থে কহে বচন, নিষেধাৰ্থ শুন অতঃপর। গোপী কহে ওহে অঙ্গ:কেন কর এত রঙ্গ, বট তুমি লম্পট প্রবর ॥১৮ যদি আমাদের হ্রাস, অবলোক কলতাষ, হেতু, তব মদন অনল। হইয়াছে উদ্দীপত, স্বকীয় অধরামৃত, দিয়ে কর আপনি শীতল ৷ ১৯ ॥ নহে সব গোপীগণ, যদিও নিজ জীবন, তেজে ঘোর পত্ত্বির বিচ্ছেদে। তথাপি তোমার পথে, না যাইবে কেনমতে, . “ধীনেতেও সে মহা আপদে ॥ ২০ ৷ শিশুকাল আর্দুিকরি,সকলিতে জানো হরি,তুমি আমি থাকি একু স্থানে। সুখ তুমি এ কা রণ, ধীর যেন আচরণ, দেখিয়াছ আপন নয়নে ? ২১ ৷ অতএব নিজ কাষ, সাধিতে রাখাল রাজ, বৃথা নাহি কর হে যতন। ভূমি কর যে বাসন, আমাদের সে কামনা, নাছি ইহা জাসহ এখন ॥ ।