NQᎭ ঐরাসবিলাস | ' যছ জাক্ষ তৰ পদতলংরামায়াদত্তক্ষণংকচিদরণ্যজনপ্রিয়ুস্ত। অস্পৃক্ষ তৎপ্রভৃতি নান্যসমক্ষমঞ্চ স্থাতুং স্বয়াভিরমিতা বত পারয়ামঃ ॥ ৩৬ ॥ যদ্যপি রসিকমণি, বল হে এৰূপ বাণী, নিজ হৃদিজাত কাম নল। নিজ২ পতি পাশে, গিয়ে সিঞ্চি সুধারসে, সকলে করহ সুশীতল ॥ ৩৯ ৷ তাহে অম্ব জঁনয়ন, বলিহে কর শ্রবণ, যখন তোমার ঐচরণ। হেরি মোরা নয়নেতে, তখন মোদের চিতে, অন্য কিছু না রহে স্মরণ ॥ ৪০ ৷ যে তব চরণ তল, কোটিচন্দ্র ठू बैंोर्डल, প্রেমায়ুকল্লোল বহে যায়। যাহার মাধুর্য্য কণ, লক্ষ্মীর হরয়ে মন, সে আনন্দ শ্রোতে ভাসে তায় ॥ ৪১। সে চরণ নিরখিয়ে, আনন্দ নীরে মজিয়ে, পত্যাদি সম্মুখে মোরা সবে। সেবধি রহিতে নারী, বল হে তবে কি করি, অবিতৃপ্ত তব প্রেম লবে ॥ ৪২। ওহে মদনমোহন, অরণ্য জন জীবন, পুলিন্দী হরিণী অাদি গণে দিয়া অভিমত মুখ, নিবার অশেষ দুঃখ, প্রবঞ্চনা কেন গোপী জনে ॥ ৪৩॥এৰূপ প্রকট বাক্যে, কহি কৃষ্ণমুসমীক্ষে, নৰ্ম্মার্থেতে কহে গোপীগণ। যদি কহ নরহরি, বাল্যে সব ব্রজনারী, মম সঙ্গে করিডে ক্রীড়ন ॥ ২৩ ॥ সে কালে অঙ্গস্পর্শন, হওয়াহেতু মুঘন্টন, জানে তাহে মম সক্ষ সুখ। তবে কেন তোমাসবে, চতুরালি কর এবে অঙ্গ সঙ্গে হইয়ে বিমুখ ॥ ২৪। তবে কমল নয়ণ, শুন তার বিবরণ, যবে তর ও চরণ তল। রমণী জনার প্রতি, করিয়াছে কভু গতি, তদবধি আমরা সকল ॥২৫ । না পরশি ও চরণ, অন্য অঙ্গ প. রশন, দূরে রন্থ, তোমার সাক্ষাতে। ক্ষণেক রহিতে নারি, যদিও আদর করি, তুষ্ট কর ভূমি স্ব বাক্যেতে ॥২৬। যদি রহে সেই ক্ষণ, নিকটেতে গুরুজন,তবে কভু রহি কিছুকাল। নহে বন্য জনগতি, তোমারে ডারই অতি, তবে কেন বাঢ়াওজঞ্জাল ॥২৭
পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।