পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরাসবিলাস। ৩৯ ভ্রষৎ পদায়ুজরজশ্চকমে তুলস্থা লন্ধাপি বক্ষসি পদং । কিল ভৃত্যজুষ্টং। যস্তঃ স্ববীক্ষণ উড়ান্যস্থরপ্রয়াসন্তু তদ্বছয়ঞ্চ তৰ পাদরজঃ প্রপন্নঃি ৩৭ ৷ & ওপদ সৌভাগ্য লেশ, কি বর্ণিব সবি শেষ, যার রজ অভিলাষ করি। পদ লভি পতি হৃদে, যদিও মগ্ন আমোদে, তথাপি ওৰূপ নেত্রে হেরি ॥ ৪৪ ৷ পরিহার প্রাতি ব্রাত্য, তপস্যা করিয়া নিত্য স্ব স্ব পত্নী তুলসী সহিতে। যাহার ঈক্ষণ লব, বাঞ্ছয়ে দেবতা সব, সেহ বাঞ্ছে ও রজ পাইতে ॥ ৪৪ ৷ তাঁর মনে এই ইষ্ট, তব ভূত্য ভৌগোচ্ছিষ্ট, যদি পায় পদরজঃ কৰ্ণ । সব সুখ উপে ক্ষিয়ে, ব্ৰজমাঝে ভজে সিয়ে, তোমার যুগল শ্ৰীচরণ ॥ ৪৫ ৷ হেন, তব শ্ৰীচরণ, কমলা বাঞ্ছিত ধন, বাঞ্ছা করি মোরা সেই মতে। হয়েছি তাহে প্রপন্ন, কৃষ্ণ হে ঘুচাও দৈন্য, ধন্য কর রুপা দুষ্টিপাতে ॥ ৪৭ এ এইৰূপে গোপীগণ, প্রকাটার্থে নিজ মন, বিজ্ঞাপন করে কৃষ্ণ প্রতি। নৃর্মার্থেতে কছে আর, অভি* প্রায় শুনি যার, শ্ৰীকৃষ্ণেও করে মুগ্ধমতি ॥ ৪৮। যদি কহ হে সুজন, বাঞ্ছে যার রূপেক্ষণ, স্বরাসুর মানবাদি সবে। হেন লক্ষী বৃন্দাসহ,আমার পদে আগ্রহ করে ততোধিক কিলে হবে। ২৮। তবে শুন কুঞ্জপতি, কমলা চপল অতি, বৃন্দা ব্য ভিচারিণী সহজে জালন্ধর ভার্য্যা হয়ে পতি সৌখ্য তেয়াগিয়ে, যেই সদা নারায়ণে ভজে ॥২৯ ॥ তাহারা তোমার পদে, ভজে যদি নিরাপদে; ইহাও না হয় অসম্ভব। আমরা তেমন নইতোমারে স্বৰূপ কই, তব পদে নাহি বাঞ্ছ লব। ৩৯ ! তন্নঃ প্ৰসীদ বৃজিনাৰ্দ্দন তেজি মুলং প্রাপ্তাবিহঙ্গ্য বসতী স্তদুপাসনাশা। হুং-মুন্দরতিনিরীক্ষণ তীব্ৰুকামতপ্ত স্থানাং পুরুষভূষণ দেহি দাস্তং ॥ ৩৮ *: o অতএব রুপাকরি, ওহে বৃজিন নিবারি, স্বপ্রসন্ন স্থাও গোপী