পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরাসবিলাস । 8X শশী, মানস তিমির নাশী, কোটি শশী নিন্দি যার ছটা। তাহতে অলকাচয়,হেরি মনে জ্ঞান হয়, চন্দ্ৰে যেন চকোরের ঘটা॥৫৫ শ্রবণে কুণ্ডল দোলে, সুপরিবেশ মণ্ডলে পরিবৃত যেন শশধর। তাহে মৃদু গণ্ডস্থল, কান্তি জ্যোৎস্না ঝলমল, সুধাসার সিক্ত শ্ৰীঅধর ॥ ৫৬ ৷ মিতযুক্ত নিরীক্ষণ, হেরি মোহে ত্রিভুবন, তাহে পুনঃ ভূজদণ্ড দ্বয়। প্রপন্নে অভয় দিতে, প্রকাশয়ে পৃথিবীতে, কিবা বক্ষঃস্থল শোভাময়। ৫৭ ৷ ঐবহুসেতে মুলাঞ্ছিত, কামিনী-চিত্তবাঞ্ছিত, হেরি নিজে ক্রীত অনুমানি। হইতে তোমার দাসী, সদা মনে অভিলাষি, কৃপানেত্রে হেরহ আপনি ॥ ৫৮ ৷ গোপীনয়ন খঞ্জন, বলে করিতে বন্ধন, খঞ্জন বন্ধন তব ৰূপ। বিলোল অলকাতায়, পাশ তুল্য মনে ভায়, কুণ্ডল কুওলিকা-স্বৰূপ । ৫৯ ৷ তাহাতে গণ্ডমণ্ডল, সে বন্ধ নিধান স্থল, লোভ্যাহার প্রায়ু, শ্ৰীঅধর। হসিত অৰলোকন, মানি পালিত খঞ্জন, বিশ্বাস, কারণ স্বনির্ভর ॥ ৬০ ৷ কিবা সে দত্ত অভয়, তবু ভুজদও স্বয়, নব কিশলয় করাঙ্গলি। পরিসর বক্ষদেশ, সুখপ্রচার প্রদেশ, যাহে পক্ষী পড়ে ভ্ৰমে ভুলি। ২১ হেরি সে খঞ্জন বন্ধ, লোভ মোহে হয়ে অন্ধ, আমাদের মূ. য়ন খঞ্জন। পুঁতিত হয়ে তাহাতে, বান্ধা গেছে অচিরাতে, পুনরপি মা পায় মোচন ॥ ৬২ ৷ এইৰূপ গোপিকার, প্রকটার্থে সুপ্রচার, নিষেধাৰ্থ শুনহ এখন সবে কহে হেমাধব, যদি কহ তোরাসব, স্বভাবতঃ যদ্যপি এমন ॥৩৫ ৷ তবে পুনঃ২ মোরে, হেরিতেছ ক্রিরেখ, কেন তাহ বলহ সকলে। শুন তার বিবরণ, তব ৰূপ নিরীক্ষণ, করি মোরা যে জন্যে একুলে ॥৩৬ লম্পটের শিরোমণি, আমরা তোমারে গণি, হেরি তব নটবর বেশ । মনেতে পেতেছি ভয়, যে দেখি তবু আসয়, পাছে ধৰ্ম্ম নাশে পরিশেষ ॥৩৭। মুখে অলকা আবৃত, কুণ্ডলে গণ্ড o - 15