পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

દર ঐরাসবিলাস । মণ্ডিত, অধরে মধুর স্মিত তায় হসিত অবলোকন, পুনঃ করি নিরীক্ষণ, লম্পট লক্ষণ সমুদায় ॥৩৮। তাহে তব নিজ জনে, অভয় দান বিধানে, দেখিয়াছি ভুজের বিক্রম। যাহা মনেতে স্মরিয়ে, ভয়েতে কঁপিয়ে হিয়ে, হয় মোসবার বুদ্ধিভ্রম ॥৩৯। ষে দেখি তোমার রীত, পাছে কর বিপরীত, অবল পাইয়৷ নিজবলে। তার সাক্ষী তব বক্ষে, হেরিতেছি নিজচক্ষে, লক্ষীয়ে ধরেছে শোভাছলে ॥ ৪০ ৷ মোরা হীনবলা হই, কমলার সম নই; তবে তব কি করিতে পারি। অতএব দয়া করি, ক্ষমা দাও নরহরি, দাসী হই আমরা তোমারি ॥ ৪১। কাস্ত্র্যঙ্গ তে কলপদাস্তবেণুগীতসংমোহিতার্য্যচরিতাম চলেক্রিলোক্যং ত্ৰৈলোক্যসৌভগমিদঞ্চ নিরীক্ষ্য ৰূপং যদেগাত্রজন্দ্ৰন্মমৃগাং পুলকান্যবিভ্রন্থ ॥ ৪০ ৷ যদি বল ওহে হরি, হয়ে সকে কুলনারী, বাঞ্ছা কর আমার সেবন । এ নাহি উচিত হয়, নাশে যাহে ধৰ্ম্মচয়, হাসে শুনি পতিব্ৰতাগণ ॥ ৬৩ ৷ তবে শুন গুণমণি, ত্রিলোকে কোন রমণী, তব কলপদ বেণুরবে। মুগ্ধ হয়ে হৃদি মাঝে, আৰ্য্যপথ ৰহি তেজে, হেন নাহি দেখি মোরা সবে ॥ ৬৪। তাহে ও ৰূপ লাবণ্য, নিরখিয়ে কেবা অন্য, মোহিত না হয় স্থিরচর। ত্রিলোকিসৌভাগ্য-সার, সুমাধুর্য্য চমৎকার, লোকাতীত বৈদন্ধি আকর ॥ ৬৬ ৷ অতএব বনমালি, ছাড় নিজ চতুরালি, করুণা করিয়া মোসবারে। দিয়ে নিজদাস্ত দান, গোপিকার রাখো মান, নহে প্রঞ্জ না রছে শরীরে ॥ ৬৭ ৷ এৰূপে গোপিকাততি, প্রকটার্থে কৃষ্ণপ্রতি, নিজু বাঞ্ছা করে নিবেদন । নৰ্ম্মীর্থেতে নিষেধয়, যাহ। শুনি রসময়, কৃষ্ণ হন বিস্ময়ে মগন ॥৬৮ ॥ যদি কহ ও লঙ্গেট, গোপীহে তেজ কপট, কেন মিছা করিছ চাতুরি। মম ৰূপ দরশনে, যদি ক্ষুব্ধ নহ মনে, তবে কেন