8ના ঐরাসবিলাস। অথ শ্ৰীকৃষ্ণের অন্তৰ্ধানে গোপীগণের বিরহ । কৃষ্ণবিশ্লেষদুখঃৰ্ত্ত বিচিন্বন্তীবনাদ্বনং। তং তৎপ্রিয়াস, মংগোপী সম্বদন্তীঃ সদা ভজে। ৪৮। জয়ং শ্ৰীকৃষ্ণ চৈতন্য রসরাজ। জয়গোপীপ্রেষ্ঠ জয় গোপিকা সমাজ । সকল বৈষ্ণবগণে মোর নমস্কার। কৃষ্ণলীলা ক্ষরে রুপ লবে ষে সবার। এবে শুন শ্রোতাগণ হয়ে এক মন। তাঁর পরে ষে করিলা সব গোপীগণ । ঐশুকউবাচ। অন্তৰ্হিতে ভগবতি সহসৈব ব্রজাঙ্গলা । অতপ্যংস্তমচক্ষাণা করিণ্যইৰ যুথপং । ১ । কৃষ্ণ অন্তর্ধান মুনি করিয়া বর্ণন। নিজেও হইলা শোক সাগরে মগন। এলাগি ক্ষুরয়ে ষ্টার অব্যক্ত ভারতী। সেই শুক নামে তার হেথায় বিখ্যাতি ॥ 'কৃষ্ণ অন্তধান দেখি গোপিকামণ্ডল। তৰ্বিতে না পারি হৈল বিরহুে বিহুল। ইতস্তত করি সবে নয়ন প্রচার। যবে দরশন নাহি পাইল র্তাহার। তবে অনুতাপ সবে করয়ে গোপিনী। যুথপতি লাগি যেন যতেক করিণী ॥ গত্যানুরাগস্মিতবিভ্ৰমেক্ষিতৈমনোরমালাপবিহারধিভ্রমৈঃ। আক্ষিগুচিম্ভা প্রমদারমাপতেত্ত্বাস্তাবিচেষ্টাজগৃহস্তদা ঞ্জিকাঃ ৷ ২ ৷ . . . " - - ক্লকের সৌন্দৰ্য্যা গতি অতি মনোহর। অনুরাগ স্মিতযুক্ত স্ফীত ঐশধর। সুবিলাস নিরীক্ষিত র্যাহার নয়ন। সরস আলাপ ষাছে হরে নারীমন। আর তার মনোহর বিহার বিভ্রমে। হেরিয়ে আক্ষিপ্তচিত্ত হয় ক্রমে২ : সহজে প্রমদযু ক্ত হয় নারীগণ। তাহে কৃষ্ণ প্রেমমদে অধিক মগন। সে
পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।