পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরাসবিলাস । 電> মানিনীর মান যেহ না জানে ভাঙ্গিতে। এলাগি গোঙার কহে র্তাহারে ইঙ্গিতে ॥ কচ্চিত্তুলসি কল্যাণি গোবিন্দচরণপ্রিয়ে। সহ স্বালিকুলৈরিভ্র ইস্তেহতিfপ্রয়োহচ্যুত ॥৭ কুরুবক আদি কিছু না কহিল যবে। গোপীগণ নিজ মনে চিন্তিলেন তবে । ইহারা সকলে হয় ঐকৃষ্ণসেবক । কুরু বকাশোক নাগ পুন্নাগচম্পক । মোদিগে মানিনী দেখি এই তৰুগণ । অস্থয়াতে কিছ নাহি কহিল বচন ॥ এত ভাবি সে সবে উপেখি গোপী যায়। নিজসখী মানি বৃন্দাদেবীরে স্বধায়। হেদেহে তুলসি তুমি পরম কল্যাণি । গোবিন্দ চরণ প্রিয়া বলি তোহে জানি ॥ ষে চরণরজ লক্ষী দেবী নাহি পায়। সে চরণে রাখে কৃষ্ণ,প্রণয়ে তোমায়। তোমাসম ভা গ্যবতী কেবা আছে আঁর। কাহার সহিত দিব তুলনা তোমার। যেহেতু কৃষ্ণুের তুমি অত্যন্ত প্রেয়সী। অতএব তোহে কণ্ঠে বহে দিব। নিশি। যদ্যপিও ভূমি অলিকুলেতে সঙ্গত্ব। তথাপি তোমারে সেহ ধরয়ে সৰ্ব্বথা ॥ এজন্য তোমার সঙ্গ চুতি নহৈ যার। সে অচ্যুত কোথা বল আছয়ে তোমার। অবশ্য দেখেছ তুমি তাহারে নয়নে। কহ সেই কৃষ্ণ এবে আছে কোন স্থানে।

  • মালত্যদর্শি বঃ কচ্চিত্মল্লিকে জাতি যুথিকে। . প্রীতিং বোজনয়মৃ যতিঃ করম্পর্শেন মাধব ॥ ৮ ॥ যখন উত্তর নাহি করিল তুলসী। সে স্থান উপেখি লে য তেক ষোড়শী। ভাবে.আমাসবুে জানি আপন সতিনী। না কহে তুলসী কিছু সমুত্তর বাণী। এলাগি মালতী আদি নিকটে যাইয়া জিজ্ঞাসা করয়ে গোপী, সবে সম্বোধিয়া ॥