পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২ ঐরাসবিলাস । হেদে হে মালতি জাতি যুথিকা মল্লিক। তোমা সবে হও ধ্য শোভাধিকা ॥ অতএব কৃষ্ণ তোমসবা পরশিয়া । অবশ্যই গিয়াছেন প্রীতি জন্মাইয়া ॥ অভিপ্রায় মা শব্দেতে কহি ঐরাধারে। তার ধব হেতু কৃষ্ণ তুষিতে র্তাহারে। করি য়াছে তোমাদের কুমুম চয়ন শ্লেষে এইৰূপ অর্থ হয় মুঘটন। যদ্যপি গোপীর নাহি সে অনুসন্ধান । তথাপি শব্দার্থে স্বতঃ হয় তাঁহ ভানু। অতএব তোমাসবে দেখেছে মাধবে। কোন পথে গেছে কৃষ্ণ কহ আমাসবে। চুতীপ্ৰয়ালপনসাসনকোৰিদারজশ্বৰ্কবিপ্লবকুলাস্ত্ৰকদম্বনী পাঃ । যেন্যে পরার্থভবিকাযমুনোপকুলাঃ সংসন্তু কৃষ্ণ পদবীং রহিতাত্মনাং নঃ ॥ ৯ ॥ . মালতীপ্রভৃতি স্থানে উত্তর না পেয়ে। গোপীগণ চলিলেন সে স্থান ছাড়িয়ে। ভাবেন ইহারা সবে কৃষ্ণপ্রিয়া হয়। এহেতু সম্ভাষা নাহি করে এ সময়। এত চিন্তি কহে চুত আদি বৃক্ষগণে। পরউপকারী বলি যাহাদিগে জানে। ওহে চুত প্রিয়াল পনস হে আসন। কোবিদার জন্তু অর্কবিল্পতৰুগণ ৷ বকুল কদম্ব আমু ওহে নীপশাখি। তোমরা দেখেছে। এপথে কি পদ্মজাখি। জানো যদি কৃষ্ণধন গেছে কোন পথে। কহ সবে রুপাকরি মোদের সাক্ষাতে ॥ ইহা নাহি সকলেতে করহ চিন্তন । তোমাসবে কহিয়া কি আছে.প্রয়োজন ॥ পরউপকারী হও তোমরা সকলে। বিশেষতঃ আছ যমুনার উপকুলে। দেখ য়মদণ্ড আদি পরদুঃখ হেরি। যমুনা আইলা ভূমে নদী ৰূপধরী। জীবের নাশিতে যমদণ্ড মহাভয়। পরউপকার র্তার প্রয়োজন হয়। তোমরাও ফল পুষ্প ছায়া করি দান। পরউপকার সদা করহ বিধান। তাহে কর যমুনার কুলেতে ।