পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরাসবিলাস । *6 & সে কাননে ॥ মনে অনুমানে, এই তৰু গণে, দেখিতেছি সাধু প্রায়। মোদিগে দেখিয়া, সম্মান করিয়া, প্রণতি বুঝি জা নায়। এহেতু এ সবে জিজ্ঞাস্কুিল কবে, অবশ্ন কৃষ্ণ উদ্দেশ। এত বিবেচন, করি গোপীগুণ, কহে সবে সবিশেষ। ওহে তরুগণ, যত গোপীগণ জিজ্ঞাসে হে তোমা সবে কৃষ্ণের সন্দেশ, তোমারা বিশেষ, অামাদিগে কহ এবে ॥ সে রাম-অনুজ, রাখি বামভুজ, প্রেয়সীর অংস মুলে। দক্ষ কর তলে লীলাশত দলে, ঘুরায়েই চলে , বন মালা পরি,তুলসী মুঞ্জরী, সৌর ভে ভ্রমর গণ ৷ হইয়ে মদান্ধ, পতে মকরন্দ, তাহে করে সঞ্চ রণ। সে ভয়েতে ভীতা, চিত্তে চমকিত, হেরি প্রণয়িণী-জনে। লীলা শত দলে, ভ্রমর সকলে, নিবারয়ে সযতনে। তবু অলিগণ, নহে নিবারণ, কৃষ্ণ সঙ্গেই চলে | করি অনুমান সে রসনিধান দেখেছ তোমাসকলে । তোমরা এইমত, কৃষ্ণে অবনত, হইয়াছ স্বভাবেতে সে অাদরে ভুলি, বুঝি বনমালী, আছে তোমানিকটেতে। কিম্বা তোমাসবে, হেরি প্রেম ভাবে, হরি গেছে স্থানান্তর। কহ তরুগণ, তার বিবরণ, হইয়া শরস্তর ॥ এৰূপে সঙ্কল, গোপিকা মণ্ডল, বিরহ উন্মাদ বশে । পুছে তরুগুণে, ঐশ্রনারায়ণে, ভাষিতেছে ভাষা রসে । পৃচ্ছতেম! লভাবায়ুনপ্যাশ্লিষ্ট বনস্পতেঃ। কুনং তৎকরজস্থষ্ট ভ্রিন্থাংপুলান্যহে ১৩। সেই তরুগণ যদি না দিল উত্তর। তাহ উপেক্ষিয় গোপী •চলে স্থানান্তর। মনে২ চিন্তে এর কৃষ্ণভক্ত হয়। র্তার আজ্ঞা বিনা কিছু কহিতে না রয়।. অতএব লর্তাগণ হয় নারী জাতি। তাসবে জিজ্ঞাসা করা সমুচিত অতি। নারী জমূৰ্জানে যেন নারীর বেদন। অন্যে তেন জানিতে না পারে কদাচন। এতাবলি