R ঐরাসবিলাস । স্মিতসুধা বক্তেতে প্রকাশি। জয় ৰূপসনাতন, সদা সকরুণমন কৃষ্ণভক্তিতত্ত্ব দীপ দানে। অপরিসংসার ঘন, তিমির করি হরণ, প্রেমে মজাইলা জগজনে ॥ ঐঞ্জীবগোস্বামি জয়, অশেষ বিদ্যাঅ|লয়, তৃব পদদ্বয় ধরি মাতে। এই ইচ্ছা অবিরাম, প্রভু পূর্ণ কর কাম, নিজ কৃপাকটাক্ষ লবেতে ॥ পয়ার। জয়ং শ্রীচৈতন্য নিত্যানন্দ জয় জয় ঐঅদ্বৈতাচাৰ্য্য সহ ভক্তচয় জয়ং ব্ৰজনাথ জয় বৃন্দাবন। জয় রাসবিলাসিনী গোপিনীর গণ সকল বৈষ্ণব পদে মোর নিবেদন । তোমা সবে কর মোরে এবে রূপেক্ষণ ॥ আমি অতি অগতি আকৃতি অভাজন। ভজন সাধনহীন দীন অকিঞ্চন। বেদে বলে তোমাদের ক রুণ বিহনে। কৃষ্ণ নাহি মিলে জপ সমাধি সাধনে। অতএব তোমাসবে অসঙ্খ্য প্রণাম। কৃপাকরি পরিপূর্ণকর মনস্কাম। যদ্যপি অমিহ হুই পাষণ্ড অধম। অপরাধী যদি আর নাহুি মম সম ॥ তথাপি তোমরা নিজ করুণ প্রভাবে । এদীনে এবার অঙ্গীকরিতে হইবে ॥ হয়েছে আমার এৰে এক আকিঞ্চন। কহিতে সে কথা লাজে না ক্ষরে বচন। বামন যেমন চাহে সুধাংশু ধরিতে। ভেকের আকাঙক্ষা যেন পদ্মমধুপিতে। তেন অভিলাষ সদা করিছে হৃদয়। নিলজ মানস মম বশ কচু নয়। শ্ৰীকৃষ্ণের রাসলীলা করিতে ব্যাখ্যান। উৎসুকহঁতেছেচিত্ত নহে সমাধান। কোথা কৃষ্ণলীলা হয় ব্রহ্মাদি দুর্গম। কোথ৷ আমি পাষণ্ড পতিত নরাধম। তথাপি বাসনা হৃদে এবড় সাহস। ধজ্ঞঘূতে করে যেন কুকুরে মানস। একমাত্র তাহাতে । ভরসা অবিকল। বড় দুয়াময় হন বৈষ্ণব সকল ৷ তাদের প্রস্বাদে সিদ্ধ হয় সৰ্ব্ব কাম। পঙ্গ, লজে গিরি মূকে বলে হরি নাম। অতএব ড়োমা সবে লইয়ে শরণ। উৎকণ্ঠিত চিত্ত কিছু করিতে বর্ণন। স্বামী ঐ গোস্বামী পাদ ব্যাখ্যা অনুসারে। •
পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।