ঐরাসবিলাস । و به তবে গোপীগণ পুনঃ পুলিনে আসিয়া। কৃষ্ণভাবনাতে সবে মগনা হইয়া। একত্র মিলিয়া গান করয়ে গোপিনী। অভিপ্রায় কৃষ্ণ আসিবেন ইহা শুনি। গান প্রিয় হয় সেই মদনমোহন। অবশ্ব আসিবা এই সবার মনন। বৃন্দাবন চন্দ্র যার শুকান্ত শরণ । ঐরাসবিলাস কহে সে শ্ৰীনারায়ণ ॥ ইতি শ্ৰীভাগবতীয় রামপঞ্চাধ্যায়ভাষাবাখায়াং ঐরাসবিলা সাখ্যায়াং দ্বিত্বীয়াধ্যায়ব্যাখ্যা সমাপ্ত। . . অথ গোপিক গীতি । - শ্ৰীকৃষ্ণবিরহব্যগ্রচিত্তাগোবিন্দবল্লভা । ভগবন্তং প্রগায়- , স্তীর্ভজে গোকুলনায়িকাঃ । কৃষ্ণৈকগম্যোবাগর্থেযাসাং লেখিতুমিষ্যতে। ক্ষন্তাপরাধং দেব্যস্তাভক্তিং তস্বস্তু মে। নিজাং । ৪১ ৷ জয়ং শ্ৰীকৃষ্ণচৈতন্য রসরাজ। জয় রাসেশ্বর সহ গোপিকা সমাজ ॥ সকল বৈষ্ণবগণে আমুর প্রণাম। র্যাঙ্গের রূপায় পূর্ণ হয় মনস্কাম। মনে অভিলাষ গোপীগীতি-ব্যাখ্যা করি। কৃষ্ণভক্ত-কৃপা বিনা শক্তি নাহি ধরি। কুষ্ণ মাত্ৰ-গম্য হয় গোপিকার বাণী। আমি মূঢ়স্থার মতি কি বর্ণিত জানি ক্ষমা কর গোপীগণ করহ প্রসাদ। নিজ ভক্তি দিয়া মোর খণ্ড অপরাধ। ইচ্ছা হয় গীতিভাবে এই শ্লোকৃগণ, ব্যাখ্যা করি কিন্তু পাছে না হয় পূরণ ! কেবল বৈষ্ণবকৃপা করিয়ে ভরসা। উঠিয়াছে লতাপ্রায় মনে দীর্ঘ আশা। সাধু সব নিজ২ রুপার বৈভবে ; কহাইবে ষেইৰূপ সেমত হইবে । ইর্থে শ্রোতাগণ নাহি ভাবিবে বিরস। কব আমি হয়ে সাধুকুপ পরবশ শ্ৰীগোপিকাউচু জয়তি তেহকিং জন্মন ব্রজ শ্রয়ত ইন্দির শ্বশ্বসূত্র হি। দয়িত দৃশ্বতাং দ্বিক্ষু তাৰকাস্তৃয়ি তাসম্বস্থাং বিচিস্বতে। ১ ॥ ' ' , 't.
পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।