পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরাসবিলাস। vo মাত্রাবৃত্তি চতুষ্পদী। শ্ৰীকৃষ্ণবিরহরাড়ব অগুণে, দগ্ধমনা যত ব্ৰজাঙ্গনাগণে, দর২ ধারা বহিছে,নয়নে, কহিছে কাতর ভা ষেতে। মিলাইয়ে দিব্যরাগতাল মান, গোপাঙ্গনাগণ করিতেছে গান, যাহা শুনি দ্রৰে আয়ুস পাষাণ, কৃষ্ণ আগমন আশেতে। জয়২ জয় জয় ব্রজরাজ, তব জন্মাবধি এ ব্ৰজসমাজ, মজিয়ু ছে মোদ সুধাসিন্ধুমাঝ, পশুপাখি আদি করিয়া। যে লাগিয় রম তেজিয়া বৈকুণ্ঠ, তব দরশন আশে সমুম্বকণ্ঠ, পরিহার নিজ পপ্রয়পতিকণ্ঠ, বেড়ায় ব্রজেতে ফিরিয়া ॥” তাহে মোরা হয়ে তোমার কিঙ্করী, কেন আদর্শন হুতাশনে পুড়ি, ওহে প্রাণ হরি নিষ্ঠুরতা ছাড়ি, দরশন দেহ সকলে। তব দেখামাত্র করি অকিঞ্চন্টু গোপিকার দেহে আছেহে জীবন, সেইনান বনকার অন্বেষণ,দৈখসিয়ে নেত্রযুগলে। শরদুদাশয়ে সাধুজীতসৎসরসিক্ষেদিরশ্ৰীমুষা দৃশ স্বরতনাথ তেখুণ্ডলকদালিকাবরদ নিয়তোনেহ কিং বধ ॥২ ৷ যদি বল ওঁহে কমল নয়ন, করে করুক গোপীগণে অন্বেষণ তাহে প্রয়োজন মম কি এমন, দরশন দিতে সবরে। তবে বলি শুনু ওচ্ছে গুণাধার, গোপীজন মনোজীবন-অাধার, করি বার২ মিনতি -অপাঁর, মোরা সবে মেলি তোমারে। শরদ উদিত স্বচ্ছ জলাশয় তাহাতে মুজাত সরোজিনীচয়, সে শো ভানিচয় নাশে সমুচ্চয়, যে তব নয়ন কোশেতে। “সে নয়ন ভঙ্গী করিয়া বিস্তার, হরিলে হে হরি প্রাণ গোপিকার, তবে কি প্রকার নিজ ব্যবহার, সাধু বলি মনে মনেতে ॥ যার ন কি হয় সুষ্ঠভাবে রত,তাহে উপতাপ দেওয়াকে সম্মত, মোর গোপী যত অম্বুলোতে ক্রীত, দাসী তব হই সকলে। তবে বল