পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 শ্রীরাসবিলাস । বিলাস। যাহার শ্রবণফলে, হৃদে প্রেমামৃত ফলে, অন্তকালে ব্রজে হয় বাস ॥ অথ গ্রন্থারম্ভ । ঐবাদরায়ণিরুবাচ। " ভগবানপি ত রাষ্ট্ৰীঃ শারদোৎফুল্লমজিকাঃ। বীক্ষ্য রন্থং মনশ্চক্ৰে যোগমায়ামুপাশ্রিতঃ ১ । ষড়ৈশ্বৰ্য্য পরিপূর্ণ স্বয়ং ভগবান। সৰ্ব্বৈশ্বৰ্যময় সৰ্ব্ব মাধুর্য নিধান। পূর্ণানন্দময় তনু পরম উজ্জ্বল। অসম অধিক গুণ কান্তি সুনিৰ্ম্মল। র্যার রূপ গুণগণে বিক্ষুব্ধ আশয়। আত্মারামগণের সমাধি ভঙ্গ হয়। হেন ভগবান সেই রাত্রিগণ হেরি । গোপী প্রেমামৃত ভোগ বাঞ্ছিলা শ্ৰীহরি, কি কহিব গোপি, কার প্রেমের মহিম। নিজে ভগবান যার দিতে নারে সীমা ॥ অতএব সে সবার প্রেমে মগ্ন হয়ে। বিহরিতে ইচ্ছা করিলেন স্ব হৃদয়ে। কামময়ী সেই ইচ্ছা না হয় তাহার। কিন্তু ইয়. হল্লাদিনী সম্বিৎ শক্তিসার ৷ কৃষ্ণের যেমন তাহা তেমনি গোপীর' নহে কেন রাষ্ণে সদা করয়ে অস্থির , একেত শরদ কলি তাহাতে রজনী। উৎফুল্ল মল্লিকা আদি যাহে পুষ্প শ্রেণী। শরদে মল্লিক কভু না হয় পুষ্পিত। অপূৰ্ব্ব যামিনী তাহ সেহেতু বিদিত। যেন তথা মল্লিকার’অপূৰ্ব্বত হয় । সেই মত বহুপুষ্প সে কালে উদয়. বুঝি কৃষ্ণ বিহার কারবা বৃন্দাবনে। এই লাগি তরুলতা প্রকাশে আপনে। বিশেষিয়ে সে সব সৌন্দর্য হেরি হরি। স্ব স্বৰূপশক্তি যোগমায়া-অঙ্গী করি। অথবা গোপীর সহ সংযোগ বিষয়ে। দয়ামূয় অতিশয় দয়া প্রকাশিয়ে। নিজাবতারের যাহা মুখ্য প্রয়োজন।