পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ww. ঐরাসবিলাস । মোক্ষ আদি উদমি বিলাস।' ভাবোন্দ্রেক হেতু বত্ত্বে স্মিত স্বপ্রকাশ। লক্ষীর ঈশ্বর হয়ে সেই ভগবান। ব্রজনার সঙ্গে ক্রীড়া করেন বিধান। নিজ কেলি কুশলতা গোপীতে সঞ্চারি। তাসবার সহ লীলা করেন মুরারি। যেন শিশুগণ নিজ প্রতি বিম্বসনে বিভ্রমে বিহার করে মুগ্ধতা কারণে ॥ t তদঙ্গসঙ্গপ্রমুদাকুলেক্সিয়াঃ কেশানু দুকুলং কুচপটি কাস্বা। নাঙ্গঃ প্রতিব্যোঢ় মলং ব্রজন্ত্রিয়োবিস্ত্রস্তমালা- ‘ ऊङ्ग१iः क्रूकचश् ॥ २१ ॥ • o গোপীগণ কৃষ্ণঅঙ্গ স্পর্শন আহ্বাদে। আকুল ইন্দ্রিয় সব ধৈৰ্য নাহি বাঁধে। কেশ বস্ত্ৰ কঞ্চকাদি সম্বরিতে নারে। প্রেমে পরবশ তনু ভাসয়ে পাথরে। মাল্য আভরণ আদি অঙ্গে নাহি রয়। ওহে নৃপ কি কব সে আনন্দ নির্ণয় । , কৃষ্ণবিক্রীড়িতং বীক্ষ্য ব্যমুহন প্লেচুরঞ্জিয়ঃ। কামার্দিতা ৷ শশাঙ্কশ্চ সগণোৰিত্ৰিতোহভবং ১৮ ... " কৃষ্ণের ক্রীড়িত দেখি দেবরামাগণ। কান্তসঙ্গে পূৰ্ব্বে যারা কৈল আগমন। তাহারাও থাকি তথা আকাশমণ্ডলে। কার্মাদিত হয়ে মুগ্ধ হইল সকলে। কৃষ্ণপ্রাপ্তি হেতু নিজ যোগ্যতাযোগ্যতা। বিবেচনা নাহি ষাহে হয়েছে শ্লোস্থিত। চন্দ্র অন্য২ গ্ৰহগণ সহকারে । যাহা দেখি মg হয়ে বিস্ময় সাগরে। সেস্থান উপেখি নাহি পরিয়ে যাইতে। তাহাতে । সে মুখরাত্রি লাগিল বাঢ়িতে । যাহে সে রাত্রির মাঝে}ব্রহ্মার রজনী । নিবিষ্ট হইয় গত হইল অমনি । t কৃত্ব তাবস্তমাত্মানং যাবতীর্গোপযোষিতঃ। ররম ভগবাংস্তাভিরাত্মারামে পি লীলয়৷ ১৯ । যথে২ যত.তুল্ল গোপ্তিক আছিল। তত নিজৰূপ কৃষ্ণ প্রকট করিল। অদ্ভুত অচিন্ত শক্তিময় ভগবান। অসীম ঐশ্বৰ্য বীৰ্য মাধুর্য নিধাদ। নিজে আত্মারাম হইয়াও নর্টকর।