ঐরাসবিলাস • - ৯ ৩ রসে। দেহ আছে নাই ভার অজ্ঞাত বিশেষে। মদিরামদান্ধ জনে যেন কোনজন। আভরণ দেয় কিস্থা করয়ে হরণ উভয় ন জানে সেই মত্ত থাকে মদে। তেন যোগিগণ সদা মত্ত জ্ঞানাৰ্ম্মেটে । শারীরিক স্থখ দুঃখ কিছু নাহি জানে। প্রারক্কেতে হয় শুভ৷ শুভ স্থঘটনে ৷ তাহে অভিমান নাহি আছে যেসবার। কুভাণ্ডত, কৰ্ম্মে বন্ধ তার কিপ্রকার। অতএব শুভে তার না করে আগ্রহ ৮ অশুভেও সেসবার অনিষ্ট বিরহ। অভিমান মূল হয় সংসার বন্ধন। তাহা নাই যার সেই মুক্ত সৰ্ব্বক্ষণ If অভিমানবংশ দেহেন্দ্রিয় প্রীতি লাগি। শুভাশুভ কৰ্ম্মে হয় দোষ গুণ ভাগী। " কিমুতাখিলসত্ত্বানাং তিৰ্য্যঙম ত্যদিবোঁকসাং। ঈশিতুশ্চেশিতব্যানাং কুশলাকুশলান্ধয়ঃ ৷৷ ৩৩ ৷৷ • , যদি এসবার. নাহি শুভাশুভ বন্ধ। তবে কিৰূপেতে কৃষ্ণে রবে সে সম্বন্ধ ॥. স্থর নর তিৰ্য্যগাদি অখিল প্রাণির। নিয়ন্ত ঈশ্বর যিনি প্রপঞ্চবাহির | হেন কৃষ্ণে শুভাশুভকৰ্ম্মের বন্ধন। কিৰূপে,হইতে পরে এমত ঘটন (' ' - যৎ পাদপল্লবপরাগনিষেবর্তৃপ্ত যোগ প্রভাববিধুতাশয়কম্মবন্ধ, স্বৈরং চরস্তি মুনয়োপি ন নহমানাস্তস্তেচ্ছয়াত্ত- . বপুষঃ কুতএব বুন্ধঃ ॥ ৩৪ . যাহার চরণ পদ্ধাপরাগ সেবিয়ে। মুনিগণ আছে স্লদ স্থতৃপ্ত । হইয়ে। যোগ প্রভাবেতে মুক্ত অশেষ বন্ধন। স্বচ্ছন্দ ৰূপেতে করিতেছে বিহরণ "প্ৰতথাপি তাহাতে তার বদ্ধ নাহি হয়।. হেন কৃষ্ণে, কৰ্ম্মবন্ধ কিৰূপে ঘটয় স্বেচ্ছাময় হয় সদায়ার স্ত্রবিগ্রহ। তাহে কি সম্বন্ধ হয় শুভাশুভ এই ॥ * - te গোপ্লীনাং তৎপতীনাঞ্চ সৰ্ব্বেষাঞ্চৈব দেহিনাং । যোহন্ত • শ্মরতি সোহধ্যক্ষ এষ ক্রীড়নদেহভাকৃ। ৩৫ ৷ আর দেখ বিশেষতঃ এইত সংসারে। কৃষ্ণের নদেখি পর নয়ন . গোচরে । গোপ-গোপ আদি সৰ্ব্ব প্রাণির শরীরে। বুদ্ধি আদি সাক্ষীরূপে সদা যে ৰিহরে। সেই, এই ক্রীড়া দেহ করিয়ধারণ।
পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।