পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- S é é সেই রত্নগর্ভ জাত ঐকোকিলা দেবী । সতী অংশে জন্ম সেই পরম বৈষ্ণবী ॥ মায়ে বিয়ে তাহার তোমার ভক্ত হবে । - আত্ম স্বার্থ ত্যজি তোম। ভকতি করিবে ॥ তাহা শুনি হৃষ্ট চিত্তে কহে মৃত্যুঞ্জয় । যে আজ্ঞ তোমার প্রভু ঘাইব তথায় ॥ একমাত্র গেল পদুমায় মৃত্যুঞ্জয়। চণ্ডীচরণের বাট হইল উদয় ॥ . বৎসরেক পদুমায় থাকিলেন গিয়া । নিরবধি হরি গুণ বেড়ান গাইয়া ॥ দিবা মধ্যে প্রহরেক গৃহকাৰ্য্য করে : হরি কথা কৃষ্ণ-কথা গোষ্ঠে কাল হরে ॥ ঠাকুরের যুগ ধৰ্ম্ম করিল প্রচার। ক্রমে সব লোক ভক্ত হইল তাহার ॥ সবে বলে আপনাকে যেতে নাহি দিব। - আমরা সেবক হ’য়ে এদেশে রাখিব ॥ সমাতৃক কোকিলা হইল তার ভক্ত ॥ হরি নাম মহামন্ত্র জপে নিরবধি । অল্প দিনে কোকিলার হ’ল বাকু সিদ্ধি ৷ পদুম আইচপাড়া শ্ৰীকালীনগর । , প্রভুর তাৰ্বেতে সবে হইল বিভোর ॥ কোকিলাকে ভক্তি করে এ দেশে সভায়। । কোকিলার দোহাই দিলে ব্যাধি সেরে যায় ॥ ওলাউঠা, বিমুচিক জর অতিসার । রসপিত্ত আর দ্ব্যাহিক ত্র্যাহিক জর। থাকেন। তাহার ব্যাধি অমনি আরাম। মহাব্যাধি সারে নিলে কোকিলার নাম ॥ রোগী শোকী ভোগী যত জ্ঞানী কি অজ্ঞানী। কোকিলাকে ডাকে সবে মাতাঠাকুরানী ॥ বৎসরেক হরিনাম করিয়া প্রচার । মৃত্যুঞ্জয় রহিলেন সে কালীনগর। সকলে সাহায্য করি তুলে দিল ঘর । ঠাকুর করহ বাস ইহার ভিতর । কাশীশ্বরী ভাৰ্য্যাতার সুভদ্রা জননী । দোহে আছে মল্লকাদি যেন কাঙ্গালিনী ৷ মৃত্যুঞ্জয় ওঢ়াকান্দী যাতায়াত করে। ’ মাঝে মাঝে দেখা দেন সুভদ্র মায়েরে ॥ কাশীশ্বরী মৃত্যুঞ্জয় সুভদ্রা সুমতি। তিন জন প্রভুর সেবায় আছে ব্ৰতী ॥ . পূৰ্ব্বে প্রভু শ্ৰীমুখে করিয়াছিল ব্যক্তT__ ঐঐহরিলীলামৃত | * মহাপ্রভু আজ্ঞাদি র্তাহীদের প্রতি । সকুলে কালীনগরে করগে বসতি ॥ অদ্য নিশি গতে কল্য প্রভাত সময়। শুভক্ষণে কর যাত্রা বুধের উদয় ॥ প্রভু আঞ্জা শিরে ধরি অমনি চলিল। আসিয়া কালীনগর বসতি করিল। গোসাই কালীনগর বসতি বিরাজ। রচিল তারকচন্দ্র কবি রসরাজ ॥ শ্ৰীগোলোক গোস্বামীর গোময় -

  • ভক্ষণ প্রস্তাব ।

দীর্ঘ-ত্রিপদী মৃত্যুঞ্জয়ের জননী, . i সদাকরে নাম সংকীৰ্ত্তন।" | গৌর নিত্যানন্দ বলে । ডাকে কোথা শচীর নন্দন । নিদ্রাতে হয়ে বিভোর, বাপরে নিতাই গোরা, ডাকিতেন নয়ন মুদি 鶯 নিদ্রা যোগে অঙ্গ বাকি :ছল ছল দুটি আখি, হায় হায় কি হইল, দেখা দি বাপরে আমার নিত্যান ওরূপ করিত যবে :

প্রতিবাসী বলিতে কোন কোন নারী আসি বুঃি

বাপ বল কোন নিতাইরে। বলিত মুভদ্র ধ্বনী ... আমার নিতাই মণি, - সবাকার বাপ এ সংসারে ॥ কেহ বলে জানি আমি নিতাই তোমার স্বামী, _ রমণী কি স্বামী নাম লয়। কহ বাবা নিত্যানন্দ তাহাতে পরমানন্দ, নিতাই কি তব বাবা হয়। কহে সুভদ্র। বৈষ্ণবী, , আমি নিতাই বল্লভী, - নিত্যানন্দ জীবন বল্লভ। . নিত্যানন্দ দাসী-আমি, যাহা হ’তে জগৎ উদ্ভব। নিতাই আমার বাপ, - পুত্রের কন্যার বাপ হয়। মুন্দ দেবী মুভদ্ৰা নামিনী । নিত্যানন্দ মুম স্বামী, ' ভায়ে দুনয়ন জলে, . তেন হাঁসি হাসি, । মাতৃ বাপ পিতৃ বীণ, । . s .