* আদি খণ্ড । రిసి বারে বারে ইচ্ছা কর মোরে মারিবারে । তাহা দেখি সবে বলে জয় হরি জয় । এই মা’র আমি ছাড়া মারিয়াছ কারে ॥ জয় মহাপ্রভু হরিচাদ জয় জয় ॥ • জরিমান দিলাম যে দশটাকা বেশী। . . কেহ বলে প্রেমানন্দে হরি হরি বল । এখন নায়েব বাবু হয়েছে কি খুশী ॥ " এই ভাবে মহাভাবে সবে মেতে গেল ॥ এমন মধুর নামে পাষণ্ডী হইওনা। লম্ফ কম্প ভূমিকম্প পুলকিত অঙ্গ। এ জন্য দিলাম আমি বেশী জরিমানা ॥ কেহ বা বেহুষ আর নহে প্রেম ভঙ্গ ॥ এখন আমরা গান করিতে, কি পারি। বিপক্ষেরা বলে গিয়া নায়েবের ঠাই। পরকাল যাতে রহে বলে হরি হরি ॥ | বলে বাবু দেখ গিয়া আর রক্ষা নাই ॥ নীয়েব কহিছে এবে আর কীর ভয় । | নায়েত্ব কহিছে খুব কীৰ্ত্তন হউক । দিবা নিশী হরি হরি বলহ সদায় ॥ প্রেমে মেতে যাহা ইচ্ছা তাহাই করুক ॥ অমনি বলিয়া সবে প্রভু হরিচাদ । তোদের কথায় আমি মিছা করি রোষ। উচ্চৈঃস্বরে সবে করে নামপদ গান ॥ । - ঘরে দীপ বহু লোক কিবা করে দোষ ॥. _২ নামে প্রেমে দিসে হারা মাতিয়া উঠিল। ' পতুিব্রত সতী নারী পতি আছে সাথে। - বিষাদে হরিষ হয়ে মুখেতে ভাসিল । দোষ যদি করে তাহ করে গোপনেতেপ * কারু মনে দুঃখ দশরথেরে মেরেছে। এখন তাদের প্রতি নাহিক জুলুম। তাহা মনে করি হরি বলি কঁাদিতেছে। , নাম গান করিবারে দিয়াছি হুকুম ॥ t নায়েবের প্রতি কেহ ক্রোধ করি পড়ে। : মারিয়াছি দশরথে ভাগ্যে কিবা হয় । - সে ভাবেও হরি বলে দন্ত কড় মড়ে ॥ এ ঠাকুর সামান্ত ঠাকুর যেন নয় ॥ কোন মেয়ে বলে হরি আর ভয় নাই। " আজাম্বলম্বিত ভুজ আকর্ণনয়ন। আনন্দ্রে বলিল হরি আর কিবা চাই ॥ " | মান্বযেতে নাহি মিলে এমন লক্ষণ ॥ কি করিবে কোন বেটা বলে কোন মেয়ে । দশটাকা জরিমান বিশটাকা দিছে। নায়েব দিয়াছে আজ্ঞা জরিমান নিয়ে ॥ কিজানি ঠাকুর যেন মোরে কি করেছে। কোন মেয়ে বলে সব মঙ্গল কারণ। - স্বপ্নে দেখিয়াছি আই ঠাকুর আসিয়া । কি দিয়ে কি করে হরি বুঝে কোন জন ॥ হস্তের অঙ্গুলী মোর নিল খসাইয়া । , একাকী বিশ্বাস মহাশয় মা’র খেল। আরো দেখিলাম যেন আসিয়াছে পত্র। নিৰ্ব্বিল্প হইল দেশ ভয় দূরে গেল । * গৃহ দাহ হইয়াছে ঘর নাহি মাত্র ॥ হরিনাম লইতে নিৰ্ব্বিপ্ন যদি হয়। ইতি উতি কত যে কি দেখিকু স্বপনে। বিশজুতা বাড়ি খেলে তাতে কিবা ভয় ॥ নৃত্য করে বাম অঙ্গ শান্তি নাই মনে ॥ কোন মেয়ে বলে কেন মোরে মারিলন। ফিরে গেল পাষণ্ডীর অতি মৌন হয়ে। চল্লিশ জুতাতে মোর কিছুই হ’তন ॥ এ দিকেতে সংকীৰ্ত্তন উঠিল মাতিয়ে ॥ কেহ বলে আমারে মারিলে ভাল হ’ত । যামিনী হইল ভোর নাম সংকীর্তনে। ' i কেন মারিল না মোরে পঞ্চাশং জুত ॥ সবে:প্রেমে মত্ত, ক্ষুধা তৃষ্ণা নাহি মানে ॥ ; শ্ৰীহরি নামের গুণ বাড়ে যে প্রহারে । । সংকীৰ্ত্তন হইতেছে-কার নাই হব। ! তাহাতে কি ব্যথা হ’ত আমার.অন্তরে ॥ ভেদাভেদ জ্ঞান নাই নারী কি পুরুষ। | ধন্য দশরথ ধন্ত নায়েব প্রহার । . . ংহত বৃংহিত রবে হস্তী হস্তী যুঝে। - "হরি নাম বিঘ্ন নাশ করে খেয়ে মা'র ॥ হেনরব হইতেছে কীৰ্ত্তনের মাৰে ॥ হরিচাদ হরিচাদ হরিচাদ বল । “ v. কীৰ্ত্তনের রব যেন মত্ত সিংহরব । - কি করিতে পারে আর পাষণ্ডীর দল। শৃগালের মত ভীত পাষণ্ডীরা সব। 3 পাষণ্ডীর গণ সব এল ত্বরা করি । হেন জ্ঞান হইতেছে সময় সময় । j দাস হয়ে হরি বলে দন্তে তৃণ ধরি। প্ৰলয় বঞ্চাটে যেন গ্রাম উড়ে যায়। , , । . . . / y
পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/১১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।