পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ১১৬ . /

ഹ....ഹ১২:০৪, ৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)~്JoyBot (আলাপ) ১২:০৪, ৫ এপ্রিল ২০১৬ (ইউটিসি)

সাহেবের মার্তা কহে শুনহে ঠাকুর । , i মুথে যেন থাকে ডিক কুঠি জোনামুর ৷ .| i: , কুঠি হ’তে ম’তোসব হইল বিদায় । চতুগুণ ক্ষত্তি হ’ল হরিগুণ গায়। নাচে গায় সব সাধু হীরামন হাসে । সুবে সম সমভাব একই উল্লাসে। : হীরামনে দেখি ডিক সাহেবের মায় i | বলে ডিক এই লোক সামান্ত ! ঠাকুরে দেখিয়া মন জীবন প্রফুল্ল s ইহাকেও দেখা যায় ঠাকুরের তুল্য॥. . . যারে দেখে সেই যেন ভাবের পাগল। . নাচে গায় ঢ’লে পড়ে প্রেমেতে বিস্তুেল ॥ এক বস্ত্র পরিধান নহে ধৌত কা অৰ্দ্ধবাস গলে বেড়া নাহি দে i. পিছুহতে বোধ হয় বাঙ্গালী প্ৰ সম্মুখে দেখায় যেন পুরুষঃ - মতুয়ার গণু মিলে, বাহু তুলে বলে হরিবল । - কেহ আগে কেহ পিছে, গেল সে নিয়ম ঘুচে, চলিল যেন চোঁদ মাদল : , কেহ করে গাল বাদ্য, কেহ করে কক্ষ বাদ্য, কেহ বলে জয় জয়, কেহ বলে জয়হীরা . গ্রুঞ্জলিনাত। . . | ডিক সাহেবের জয়, । | সদ্ধ ঘৃত মাখনাদি, ড়ে | স্বপন্দ্রব্য আর যত, বিশে দরবেশ জয়, গোলোক চাদের জয়, কেহ বলে জয় ভক্তগণ ॥: জয় দশরথ জয়, জয় রামতনু জয়, - জয় জয় ত্রিভুবন জন । জয় তার মাতৃ জয়, পলাইল দুরন্ত শমন । কেহ বলে বল ওকি, শমন প’লাবে সেকি, পালাবে কি শমনু আমুক। - | এই কীৰ্ত্তনের মাঝে, ৬ কোঙ্গাল বেহাল সেজে, - যম এসে সঙ্গেতে,নীচুক ॥ : সুমধুর উচ্চৈঃস্বরে, দৈব বাণী শূন্তোপরে, বলে আমি এসেছি শমন। : আছি কীৰ্ত্তন উৎসবে, ' *نی - আমারে তাড়াও কি কারণ ॥

হরি বলে নাচে স্থার গায়। সবেস" বgে কারে বারণ করে, মাধ্যাহিকৃদিব্য য

- তাহা সব হয়েছেরন্ধন। – ২ ঠাকুরের আজ্ঞাপৃেয়ে, - সংকীৰ্ত্তন ক্ষান্তু দিয়ে বসিলেন করিতে ভোজন৷ . . -- - - শেষ ক্ষীর দধি,. দিলেন প্রহ্লাদ চন্দ্র ঘোষ। সবে খায় ইয়া সন্তোষ। . সবার ভোজন হ’লে, : যে টুক আছে শৰ্ব্বী, বল সবে হরি হরি, --- জু ঘর। فة .. প্রভাতে যাইওনি * . . শীঘ্র আচমন করি, সবে বলে হরি হরি, প্রেমাবেশে রজনী পোহয়। । মৃহাভাবাবেশ রঙ্গে, ভক্তগ৭লয়ে সঙ্গে, মহাপ্রভু যান নিজলয় । হরিচাদ সুধালীলা, , যত কিছু শুনিয়াছ তার। যে কিছু গুনি শ্রবণে, ধ্যানে জ্ঞানে দৈবে জেনে, - রচিল বাসন রসনার ; . . " দিতেছেন দশরথ, - প্রভু হরি চাদ বলে, , ঠাই নাই শয়ন দিবার .. . مہ۔ পদ্মমধু পদ্ধবিল, , দশরথ বাড়ী এসে, ー。